লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেসে কাটা পড়ে চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তারা রেললাইনের ওপর বসে গল্প করছিলেন বলে জানা গেছে।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন আজিজা রহমান (৪৫), মকবুল হোসেন (৬২), মোবারক আলী (৬০) ও আব্দুল ওহাব (৬২)। নিহতদের বাড়ি উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় বলে জানা গেছে ।
পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বিকেল পাঁচটার দিকে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে আসে। পরে টেনটি পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট রেল স্টেশন অভিমুখে রওনা দেয়। ট্রেনটি আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশনে পৌঁছলে রেল লাইনে বসে লুডু খেলা অবস্থায় তাদের ট্রেন ইঞ্জিন ধাক্কা দেয়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
স্থানীয় লোকজন জানায়, আলাদিনগর রেলস্টেশনের কাছে কিছু ব্যক্তি পাওয়ার টিলার দিয়ে ধান মাড়াই কাজ করছিল। পাশেই কয়েকজন ব্যক্তি বসে লুডু খেলছিল। পাওয়ার টিলারের প্রকট শব্দে তারা ট্রেনের আওয়াজ শুনতে পারেনি।
পাটগ্রাম থানার ওসি আশরাফুর জামান জানান, নিহতদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
মন্তব্য করুন