কিশোরগঞ্জ সদর উপজেলার একটি ধানক্ষেত থেকে আল আমিন নামে এক অটোরিকশাচালকের হাত-পা বাঁধা ও গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আল আমিন (১৫) তাড়াইল উপজেলার সদর সাচাইল ইউনিয়নের বেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
নিহত আল আমিনের বড় ভাই মো. আমলগীর বলেন, রোববার (১০ নভেম্বর) দুপুরের খাবার খেয়ে আল আমিন অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরে বিকেলের দিকে সর্বশেষ মোবাইল ফোনে বড় বোনের সঙ্গে যোগাযোগ হয় তার। প্রতিদিন সন্ধ্যার আগে অটো নিয়ে বাড়িতে ফিরত সে। রাতে বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। আজ সকাল ৯টার দিকে মানুষের কাছে শুনতে পাই ধানক্ষেতে একটি লাশ পড়ে আছে। এসে দেখি আমার ছোট ভাই আল আমিনের লাশ। আমরা ধারণা করছি, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে। আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের কঠিন শাস্তি দাবি জানাই।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আল আমিন হোসাইন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি নেওয়ার জন্যই তাকে হাত-পা বেঁধে গলাকেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকারীদের ধরতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
মন্তব্য করুন