যশোর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভবদহের স্থায়ী সমাধানে প্রকল্প গ্রহণ করা হবে : পানিসম্পদ উপদেষ্টা

যশোরের অভয়নগরে ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা
যশোরের অভয়নগরে ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : কালবেলা

যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (১০ নভেম্বর) যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল, সুন্দলী, বিল কপালিয়া ও ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শনকালে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন তিনি।

পরে তিনি দুপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, যশোরের ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বিগত সময়ের মতো পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সংস্থার মতামতে নয়, এবার ভুক্তভোগীদের পরামর্শে নেওয়া প্রকল্প অনুযায়ী কাজ হবে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা সেই পথে চলছি, যেটা জনগণ চায়, ভুক্তভোগীরা চায়। এখানে এসে বুঝেছি এখনকার জনগণের এখন সাহায্যের প্রয়োজন। বিভিন্ন সংস্থার যে ঋণ রয়েছে, সেটা শিথিল করা হবে। আমাকে জানতে হবে ভবদহ নিয়ে বিগত সময়ে কত প্রকল্প নেওয়া হয়েছে। দীর্ঘ প্রকল্প নেওয়া হলেও কেন এ সমস্যা আবারও ফেরত আসে। আমরা যখন এসব বিষয় বিশ্লেষণ করতে পারব, তাহলে আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে সুবিধা হবে।

বিগত সময়ে ভবদহ এলাকার প্রকল্পে দুর্নীতি প্রসঙ্গে এ উপদেষ্টা বলেন, এর আগে ভবদহ এলাকায় এসেছি। এখানকার মামলা নিয়েও লড়েছি। পানি উন্নয়ন বোর্ড ও আগের কাজগুলো নিয়ে ভবদহবাসীর মধ্যে প্রচণ্ড ক্ষোভ। তাই আগের প্রকল্পের মূল্যায়নের সঙ্গে দোষী সাব্যস্ত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নতুন প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, সে কারণে ভুক্তভোগী ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটা কমিটি করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এখানে অবৈধভাবে খাল দখল বা ঘের রয়েছে সেগুলো জেলা প্রশাসন দখলমুক্ত করবে। যারা ঘের করে মাছ চাষ করছে, তাদের নীতিমালা মেনেই মাছ চাষ করা হবে। মাছ চাষের জন্য এখানে জলাবদ্ধতা দেখা দেয়, ভোগান্তি বাড়ে তাহলে মানুষের জীবন-জীবিকাকে তো আর জিম্মি করে ঘেরকে রক্ষা করতে পারি না। যারা অবৈধভাবে মাছের ঘের চালাচ্ছেন, তারা স্পষ্ট বার্তা নিয়ে নেন, এ অবৈধ ঘের তাদের সরাতে হবে।

এর আগে সকালে অভয়নগর উপজেলার আমডাঙ্গা খাল পরিদর্শন করেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তাদের কাছ থেকে সমস্যা ও সমাধানের পরামর্শ গ্রহণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক, যশোরে জেলা প্রশাসক আজহারুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিনগ্রহের প্রাণীদের কাছে পাঠানো প্রথম রেডিও বার্তায় কী ছিল?

সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক মেহেদি ৩ দিনের রিমান্ডে

মুজিববাদী রাজনীতি ও শেখ পরিবারের বন্দনা পরিহার করা উচিত : মাহফুজ আলম

বিদ্যুৎ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে রিট

সংবিধান সংশোধন নিয়ে শায়খ আহমাদুল্লাহর প্রস্তাবনা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ধর্ষণ নয় : কলকাতা হাইকোর্ট

অনলাইন জুয়ায় আসক্ত, সর্বস্বান্ত কয়েক হাজার পরিবার

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে পূর্বাভাস, যা জানা গেল

কাকরাইল মসজিদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল সাদপন্থিরা

লেবাননে দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে ইসরায়েল

১০

‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা সেই এসআই বরখাস্ত

১১

সাবধান! হুংকার দিলেন সারজিস

১২

খালেদা জিয়ার উপদেষ্টা রোজি কবির মারা গেছেন

১৩

গাজীপুরে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রত্যাহার

১৪

জানা গেল ‘উই আর নাহিদ’ হ্যাশট্যাগের কারণ 

১৫

সাবেক মেয়র আতিক ৫ দিনের রিমান্ডে

১৬

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

১৭

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার কী পরিস্থিতি?

১৮

ইউএস-বাংলা এয়ারলাইন্সে অফিসার পদে চাকরির সুযোগ

১৯

ড. ইউনূস ওয়ার্ল্ড লিডারস অ্যাকশন সামিটে ভাষণ দেবেন আজ

২০
X