শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘জনগণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়বে জামায়াত’ 

শরীয়তপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন। ছবি : কালবেলা
শরীয়তপুরে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের সর্বস্তরের জনসাধারণকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত। আর সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে চলছে সকল পর্যায়ে নেতাকর্মীরা।

রোববার (১০ নভেম্বর) দুপুর ২টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আয়োজিত এক সদস্য (রুকন) সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত নেতারা নিজের জীবন বিপন্ন করে দেশ মাতৃকার জন্য লড়াই করেন। দুনিয়ার সকল প্রকার লোভ লালসাকে পায়ে মাড়িয়ে নিরলসভাবে কাজ করে যায়। দুনিয়ার প্রতিটি মানুষকে আল্লাহ দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। সুতরাং যারা দায়িত্ব পালনে অবহেলা করবে পরকালে তাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে।

আজাদ বলেন, নতুন বাংলাদেশ গঠনে জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এ দেশকে অস্থির করার। কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী আগে যেভাবে তাদের ষড়যন্ত্র প্রতিহত করেছে, বর্তমানেও মোকাবিলায় ঐক্যবদ্ধ আছে।

তিনি বলেন, একটি আধুনিক জনকল্যাণমূলক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশে জামায়াতে ইসলামীর সকল জনশক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে চলছে। একমাত্র জামায়াতই পারবে দুর্নীতিমুক্ত আধুনিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের আলোয় আলোকিত এক নতুন বাংলাদেশ।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শরীয়তপুর জেলা আমির মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন, ফরিদপুর অঞ্চল পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল ভরাটি, মাওলানা খলিলুর রহমান টিম সদস্য ফরিদপুর অঞ্চল, ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য জেলা নায়েবে আমির কে এম মকবুল হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুর রব হাশেমী বলেন, জামায়াত নেতা হবে সৎ, কর্মচঞ্চল ও আল্লাহ ভীরু। জামায়াত নেতার দায়িত্ব কেউ স্বেচ্ছায় পালন করতে চায় না। তারা দায়িত্বকে জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে ময়দানে কাজ করে। জামায়াতের একজন রুকন সমাজের একজন উত্তম বিচারক, সমাজ সেবক ও সংগঠক। তারা সবসময় দেশ ও দেশের মানুষের জন্য জীবন বাজি রেখে নিরলসভাবে কাজ করে যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় জামায়াতের নিন্দা

ছাত্র প্রতিনিধিদের এখন সরকার থেকে পদত্যাগ করা দরকার : ভিপি নুর

উত্তরা থেকে তুরিন আফরোজ গ্রেপ্তার

থানা নিরাপত্তা দেওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল এখন রিমান্ডে

শোরুমে হামলা নিয়ে বাটার বিবৃতি

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে প্রতিরোধ গড়ে তুলতে হবে : প্রিন্স

সড়ক নির্মাণে বিএসএফের বাধা

বানরের রুটি ভাগের খেলায় মেতেছেন আরবের শেখরা

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার সোনা জব্দ

বিতর্কিতদের নিয়ে খুলনায় বিএনপির কমিটি, তৃণমূলে ক্ষোভ

১০

সিলেটসহ অন্যান্য স্থানে হামলায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ

১১

৮ জেলায় তাণ্ডব

১২

বাড়ি বাড়ি গিয়ে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন ইউএনও

১৩

বন্ধুকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণচেষ্টা, অতঃপর...

১৪

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলা, ৬ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

১৫

টঙ্গীতে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, গ্রেপ্তার ১

১৬

চট্টগ্রামে জোড়া খুন, ফুটেজ দেখে গ্রেপ্তার আরও একজন

১৭

‘স্বাধীনতা কনসার্ট’ স্থগিত

১৮

সিইপিজেডে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

১৯

শান্ত-মিরাজদের ফিল্ডিং কোচ প্যামেন্ট

২০
X