ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারকে ছাত্র-জনতার দাবির মুখে বদলি করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
ফেনী জেলা প্রশাসক হিসেবে অর্থ বিভাগের উপসচিব সাইফুল ইসলামকে দায়িত্ব প্রদান করা হয়েছে মর্মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এর আগে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বিপ্লবী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয় ও আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় নাঈম ফরায়েজির পরিচালনায় বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী আবু জাফর, সৌরভ হোসেন শাকিল, নাইমুল ইসলাম, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রফিকুল ইসলাম রাতুল, আইসিএসটির শিক্ষার্থী ছালেহ উদ্দিন শাওন, ফেরকান উদ্দিন সিয়াম প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তারকে মহিপালে ছাত্র-জনতার ওপর গণহত্যার প্রধান সহযোগী, ২৪ এর বন্যার নীরব দর্শক ও দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে অপসারণ ও বিচারের আওতায় আনার দাবি জানাই।
মন্তব্য করুন