কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ করেছে ফেরি কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে শতাধিক পণ্যবাহী গাড়ির চালক-হেলপাররা ভোগান্তির স্বীকার হচ্ছেন।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে নাব্যসংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেরি কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সংশ্লিষ্টরা বলছেন বিআইডব্লিউটিএর ক্লিয়ারেন্স দিলেই এই রুটে আবারও চলাচল শুরু করবে ফেরি।
জানা যায়, ফেরি বন্ধ থাকায় গত দুদিনে চিলমারী ফেরিঘাট এলাকার সড়কে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি অপেক্ষায় রয়েছে। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে।
ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদীখননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে। এখন এই জায়গাগুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, নাব্যসংকটের কারণে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এখন ব্রহ্মপুত্র নদে ড্রেজিং কাজ শেষ হলে এবং বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলেই আবারও এই রুটে ফেরি চলাচল করবে।
মন্তব্য করুন