এবি পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। অথচ স্বাধীনতার ৫৩ বছরেও জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা নেই। এই রাষ্ট্র ধনিক শ্রেণির রাষ্ট্রে পরিণত হয়েছে। সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রের ধনিক শ্রেণি ও এজেন্সিগুলোর জন্য আলাদা সার্ভিস ব্যবস্থা চালু রয়েছে। এই বৈষম্য ভাঙতে হবে।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে কক্সবাজারের হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কক্সবাজার জেলা এবি পার্টি এই মতবিনিময় সভার আয়োজন করে।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ’৭১-এর রণাঙ্গনে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। আর জুলাই- আগস্টের গণবিপ্লবে ৬ কোটি নিরস্ত্র ছাত্র-জনতা যুদ্ধ করেছে। বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারে ৬ কোটি তরুণের স্বপ্নকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবি পার্টি কাজ করছে। কেননা যাদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশের নতুন স্বাধীনতার পারদ তৈরি হয়েছে তাদের সম্মান করা রাষ্ট্রীয় দায়িত্ব।
তিনি বলেন, দুই হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত আবারও স্বাধীন দেশে রাষ্ট্র সংস্কার অরক্ষিত রেখে সবাই দ্রুত নির্বাচন চায়, ক্ষমতায় যেতে চায়। আগে দল ও রাষ্ট্র সংস্কার করুন, পরে নির্বাচন। সর্বত্র সংস্কার করে আগে রাষ্ট্রের মালিকানা ঠিক করতে হবে। অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারের যৌক্তিক সময় না দিলে গণবিপ্লবীদের রক্ত বৃথা যাবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা, তার পরিবার, দোসর, সরকার ও এস আলমের যাবতীয় দুর্নীতি, লুটপাট, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জুলাই-আগস্ট বিপ্লবে নিহতসহ সকল খুন, গুমের দায়ে হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে।
কক্সবাজার জেলা এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কাশেম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানি আবদুল হক, সাংবাদিক শামসুল হক শারেক, কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, শিক্ষক নেতা শফিকুল হক, ছৈয়দ হোসাইন চৌধুরী প্রমুখ।
মন্তব্য করুন