রংপুর ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

জাপা-গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশ, উত্তেজনা

একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা
একই স্থানে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সমাবেশ। ছবি : কালবেলা

রংপুরে একই দিনে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। এ জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের তৎপরতা দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে জিলা স্কুল মাঠে গণঅধিকার পরিষদের বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ নেতারা।

অন্যদিকে একই সময়ে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ের সামনে যৌথ কর্মী-সমাবেশ করবে জেলা ও মহানগর জাতীয় পার্টি।

শুক্রবার নগরীর শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর, পুলিশ লাইন্স মোড়, সুরভি উদ্যান গেট, ও জিলা স্কুল মোড় ঘুরে দেখা গেছে, পুলিশের পাশাপাশি সতর্ক পাহারায় রয়েছেন সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা।

দুদলের কর্মসূচিতে যোগ দিতে জুমার নামাজের পর থেকে সমাবেশস্থলে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে মাইকে ঘোষণা দিতেও শোনা যায়।

পূর্বঘোষিত কর্মসূচির দিনে জাতীয় পার্টির এই পাল্টা কর্মসূচির আয়োজনকে ষড়যন্ত্র ও রাজনৈতিক সম্প্রীতি নষ্টের উদাহরণ বলছেন গণঅধিকার পরিষদের নেতারা।

তবে জাতীয় পার্টির দাবি, আলাদা ভেন্যুতে কর্মসূচি পালন তাদের রাজনৈতিক অধিকার।

এর আগে দলের চেয়ারম্যান-মহাসচিবসহ নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জাতীয় পার্টির সমাবেশকে প্রতিহতের ঘোষণা দেয় ছাত্র অধিকার পরিষদ। এর প্রতিবাদে রংপুরে লাঠি মিছিল করেছে জাপা। এ সময় গণঅধিকার পরিষদ ও নুরের বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

পরদিন সংবাদ সম্মেলন ডেকে নুরুল হক সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার জন্য জাতীয় পার্টির নেতাদের ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল গণঅধিকার পরিষদ।

পুলিশ জানায়, এসব কর্মসূচি থেকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিয়েছেন। এ ছাড়া সমাবেশস্থলের আশপাশের এলাকায় সাদাপোশাকে বাহিনীর সদস্যরাও কাজ করছেন।

রংপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, দুটি দল তাদের রাজনৈতিক অধিকার হিসেবে কর্মসূচি পালন করবে। দুদলের নেতাদের সঙ্গে বসে আলোচনা করেছি। আমরা আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সজাগ আছি। তবে রংপুরে এর আগেও রাজনৈতিক দলের কর্মসূচিতে কোনো ঝামেলা হয়নি। আশা করছি এবারও হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরে রাষ্ট্রের সব অর্গান অপবিত্র হয়ে গিয়েছিল : গোলাম পরওয়ার

ছাত্রদল নেতার ঘর দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

দুই মন্ত্রীর রদবদল অনুমোদন করল ইসরায়েলি পার্লামেন্ট

একটি সুন্দর দেশ গড়ার আশা সেনাপ্রধানের

নির্বাচন নিয়ে পরিকল্পনা জানাল জামায়াত

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক ও দুলাভাই নিহত

নেদারল্যান্ডসে ইসরায়েলি সমর্থকদের বেধড়ক পেটালেন ফিলিস্তিনপন্থিরা

প্যারিসে পিনাকীর সঙ্গে হাস্যোজ্জ্বল আসিফ মাহমুদ

বুড়িগঙ্গার দখল ও দূষণ রোধে বাপার ৭ দফা দাবি

অভিনেতার রহস্যজনক মৃত্যু 

১০

বাংলাদেশ কমার্স ব্যাংক ও ফরাজী হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

১১

কাজেই আসছে না ৩৫ লাখ টাকার সেতু

১২

হাসপাতালের ‘সর্বাঙ্গে ব্যথা’

১৩

২৫ সালে কী নিয়ে আসছেন ধানুশ

১৪

বিয়ে করতে ছুটি না পাওয়ায় যুবকের কাণ্ড!

১৫

নতুন সাকিব-তামিমের খোঁজে সালাউদ্দিন

১৬

আদানিকে আরও ২ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ

১৭

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট থেকেও ছিটকে গেলেন মুশফিক

১৮

উদ্বোধনের ৩ বছর পরেও তালাবদ্ধ ভূমি অফিস

১৯

খাঁচায় বন্দি শেখ হাসিনা!

২০
X