দেশে পাট উৎপাদনের জন্য বিখ্যাত ফরিদপুরের সালথা উপজেলা। এখানকার কৃষকসহ সারা দেশের কৃষকরা ভারতীয় বিভিন্ন জাতের বীজ বপন করে পাট আবাদ করে থাকেন। তবে গত চার বছর ধরে দেশীয় পাটের বীজ উৎপাদনে চমক দেখালেন উপজেলার মুক্তার হোসেন মোল্যা। দেশীয় পাট বীজ উৎপাদনের স্বপ্ন দেখছেন তিনি। প্রতিবছর উৎপাদনও করছেন পর্যাপ্ত পরিমাণ।
তার এইসাফল্যের ফল হিসেবে জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন তিনি। এরই ধারবাহিকতায় চলতি বছরও তিনি ৫০ শতাংশ জমিতে পাটের বীজ আবাদ করেছেন।
কৃষক মুক্তার হোসেন মোল্যা বলেন, ভারতের বীজ দিয়ে পাট চাষ করতে হয় আমাদের। এতে চাষিদের খরচ বেশি পড়ে যায়। সে জন্য আমি চার বছর আগে দেশীয় পাটের বীজ উৎপাদন শুরু করি। সবুজ সোনা-৯ জাতের পাটের বীজের আবাদ করা হয়েছে। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এ পাটের চাষ করা হয়। বর্তমানে পাট গাছের গঠন অনেক ভালো আছে, বীজের ফলনও খুব ভালো হবে। আশা করছি, ডিসেম্বর মাসে ঘরে আসবে পাটের বীজ।
সবাইকে দেশীয় পাটের বীজ উৎপাদনের আহ্বান জানান তিনি।
উপজেলা কৃষি অফিসার সুদর্শন সিকদার কালবেলাকে বলেন, কৃষকরা যদি নিজেরা বীজ উৎপাদন করেন তাহলে খরচ কম হবে এবং মানও ভালো হবে। সালথায় এরইমধ্যে এই বীজের জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। কৃষক মুক্তার মোল্যার মতো সবাইকে পাটের বীজ উৎপাদনে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে কৃষি অধিদপ্তর সব ধরনের সহযোগিতা করবে।
মন্তব্য করুন