ঢাকার হাতিরঝিল থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় এবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মামলায় বিএনপি নেতাকেও আসামি করা হয়েছে। ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামি করায় ক্ষোভ জানিয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়া।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে মাধবপুরের জগদীশপুর ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এখলাছুজ্জামান ভূইয়া মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক ও জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূইয়া বলেন, ‘গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে আমরা জগদীশপুর তথা মাধবপুর উপজেলা বিএনপি একাত্মতা ঘোষণা করে একসঙ্গে আন্দোলন করেছি। এর অনেক স্থিরচিত্রসহ লাইভ ভিডিও রয়েছে। ষড়যন্ত্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক হেয়প্রতিপন্ন করার জন্য আমাকে এ মামলায় জড়ানো হয়।
তিনি বলেন, এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলেও ১৬ বছরে বহু মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার আমাকে আসামি করা হয়েছে।’
প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে বিএনপির ওই নেতা আরও বলেন, ‘আমরা বিএনপির হাইকমান্ডের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের বলেছেন এ বিষয়টি খতিয়ে দেখা হবে।’
এদিকে মামলার বাদী মোজারুলের সঙ্গে সরাসরি ও মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, মামলাটি আদালতে দায়ের করা হয়েছে। কোর্ট এফআইআরের নির্দেশ দিলে, আমরা এফআইআর করি। বিষয়টি তদন্তাধীন।
মন্তব্য করুন