রংপুরবাসী অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা ঠেকাতে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে প্রথম রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) পরিচালক পদে ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেনা কর্মকর্তা হিসেবে রমেকের প্রথম পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্তমান পরিচালক ডা. আনোয়ারুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
এর আগে সরকার পতনের পর গত ১০ আগস্ট রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন তার কাছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম, দুর্নীতি ও দালাল সিন্ডিকেটের কবল থেকে বাঁচতে চেয়ে আকুতি জানান রোগী ও তাদের স্বজনরা। পরে সেনাবাহিনীর কর্মকর্তাকে হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগের দাবিও জানানো হয়।
এর দুদিন পর ১৩ আগস্ট হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনূস আলীসহ আরও কয়েকজন কর্মকর্তা ও চিকিৎসককে ওএসডি করা হয়। পরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে রমেক হাসপাতালের পরিচালক হিসেবে ডা. মো. জাফরুল হোসেনকে পদায়িত করা হয়। কিন্তু তিনি দায়িত্ব পালন না করায় রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আনোয়ারুল কবিরকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু দালাল ও সিন্ডিকেটের চাপে তিনিও দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোর পর আজ সেনা কর্মকর্তাকে পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ডা. মোহাম্মদ ইউনুস আলীর আগে শরিফুল হাসান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগ দিলেও কাজ করতে পারেননি। তাকে অপসারণের জন্য হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দেয়। সেই সময়সীমা পার হওয়ার আগেই হাসপাতালের পরিচালক শরিফুল হাসানকে বদলি করা হয়।
মন্তব্য করুন