চট্টগ্রাম নগরে এক নারীকে খুনের মামলায় একজনকে মৃত্যুদণ্ডের আদেশ ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই আদেশে এক আসামি মামলা থেকে খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ কালবেলাকে নিশ্চিত করে বলেন, আদালত আসামি মো. নেজাম উদ্দিনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আরেক আসামি মো. আবদুল হালিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। রায় ঘোষণার সময় মো. নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, এই মামলার অন্য আসামি আবু সিদ্দিক রুবেলকে খালাস দেওয়া হয়। মামলায় পলাতক আসামি মো. আবদুল হালিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্র জানায়, মো. আব্দুল হালিমের নির্দেশে আসামি নেজাম উদ্দিন ২০১৯ সালের ১১ মে নগরের বায়েজিদের মুরাদনগর মির্দ্দাপাড়া এলাকায় যান। পরে ওই এলাকার জামাল ভবনের রেবেকা সুলতান মনি নামে এক নারীর ফ্ল্যাটে গিয়ে তাকে শ্বাসরোধ করে খুন করেন নেজাম। পরে তার লাশ গুম করতে ওই কক্ষে তালা লাগিয়ে দেন। এ সময় আবু সিদ্দিক রুবেল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কাউকে জানাননি তিনি। পরে ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশকে খবর দেওয়া হয়। ১৩ মে পুলিশ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বায়েজিদ থানায় হত্যা মামলা করে। তদন্ত শেষে পুলিশ পরের বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় আসামিদের বিরুদ্ধে।
২০২২ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।
মন্তব্য করুন