গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

নুরুল হককে ছাড় দিতে নারাজ তৃণমূল বিএনপি

গলাচিপা হাইস্কুল মাঠে সমাবেশে বিএনপি নেতা হাসান মামুন। ছবি : কালবেলা
গলাচিপা হাইস্কুল মাঠে সমাবেশে বিএনপি নেতা হাসান মামুন। ছবি : কালবেলা

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম বড় ধরনের জমায়েত করে নিজেদের অবস্থার জানান দিল পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার গলাচিপা হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৩ (গলাচিপ, দশমিনা) আসনের মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

তবে সমাবেশজুড়ে তৃণমূল বিএনপি নেতাদের মুখে ছিল একই কথা, জাতীয়বাদী শক্তির বাইরে কাউকে তারা এ আসন থেকে প্রার্থী হিসেবে মেনে নেবেন না। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকা এবং নেতাকর্মীদের আগলে রাখায় হাসান মামুনকেই এমপি হিসেবে পেতে চান তারা।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন।

তিনি বলেন, ‘হঠাৎ এক চিঠির কারণে গলাচিপা-দশমিনার রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইতোমধ্যে বিএনপির দপ্তর সম্পাদক এই চিঠির ব্যাখ্যা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জোটের নেতারা বৈঠক করেছেন। তারা বলেছেন, তারা কোথাও জনসভা, জনসংযোগ করতে পারছেন না। আওয়ামী লীগের মতো বিএনপির নেতাকর্মীরাও নাকি তাদের ওপর হামলা করছেন।’

তিনি বলেন, ‘আপনারাই বলুন, গলাচিপা-দশমিনায় কখনো কোনো জোটের নেতাকর্মী বিএনপির দ্বারা লাঞ্ছিত হয়েছে? আপনাদের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ তুলে যারা জাতীয়তাবাদী দলকে ছোট করেছে এবং যারা তারেক রহমানের বিরুদ্ধে গলাচিপা-দশমিনাকে দাঁড় করিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে সতর্ক থাকবেন, বিশেষ করে আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

গত ২৯ অক্টোবর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসন থেকে সংসদ নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য আনোয়ারা শাহজাহান, জেলা ছাত্রদলের আহবায়ক মো. শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার। স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহনসহ জেলার এবং বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ গণঅধিকার পরিষদের সভাপতি মো. নুরুল হক নূরকে (ভিপি নূর) পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এলাকায় সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে যেসব কথা বললেন মোদি

বীর মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে দাওয়াত দিয়ে এনে জামাইকে গণধোলাই

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

১০

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

১১

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

১২

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১৩

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১৪

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১৫

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৬

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৭

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৮

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৯

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

২০
X