গোপালগঞ্জের কাশিয়ানীর জনবহুল এলাকার একটি সড়কের ওপর কলাগাছ রোপণ করেছেন এলাকাবাসী। পথচারীদের সতর্ক করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা।
বুধবার (৬ নভেম্বর) উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী-বাথামডাঙ্গা সড়কে গাছ লাগিয়ে এ প্রতিবাদ জানান তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে নোয়াপাড়া খালের ওপর একটি সেতু নির্মাণ হয়। সেতুর দুই পাশের সড়কে গর্ত হয়ে আছে। পথচারীদের চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। স্থানীয়দের যাতায়াতের একমাত্র সড়ক এটি। সেতুর কাজ শেষ হলেও এই স্থানে মেরামত করা হয়নি এখন পর্যন্ত। ফলে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে সড়কটি। প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। ফলে প্রতিবাদস্বরূপ সড়কের মাঝখানে কলাগাছ লাগানো হয়েছে।
এলাকাবাসী জানান, কয়েকদিন আগে ইঞ্জিনচালিত নসিমন উলটে, তিন চারজন আহত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত কোনো উগ্যোগ গ্রহণ করা হয়নি।
যাতায়াতকারী পিকআপ, অটোরিকশা, ট্রাকচালকরা বলেন, এখানে গর্ত থাকায় সেতুতে উঠতে বা নামতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি পণ্য নামিয়ে আবার ঝুঁকিপূর্ণ স্থান পার করে পণ্য উঠাতে হয়। সড়কের এই স্থানটি দিয়ে যাতায়াত কষ্টসাধ্য। এই স্থানটি দ্রুত মেরামত হলে সকলে উপকৃত হবে।
সড়ক দিয়ে কাশিয়ানী-মুকসুদপুর দুই উপজেলার ১৫-২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কমিউনিটি ক্লিনিক ও হাসপাতালের রোগী ও হাট-বাজারের লোকজন চলাচল করেন।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সজল দত্ত জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে পরিদর্শন করা হয়েছে। অতিবৃষ্টির কারণে এমনটি হয়েছে। ইতোমধ্যে এক্সচেঞ্জ অফিসে জানানো হয়েছে। দ্রুত মেরামতের জন্য ব্যবস্থা গ্রহণ করছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান বলেন, শুনেছি রাস্তাটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন