হাতপাখাকে বিজয়ী করলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
বুধবার (৬ নভেম্বর) বিকেলে বাউফল শহরের স্থানীয় পাবলিক মাঠে এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মুফতি ফয়জুল করিম বলেন, হাতপাখা সাম্যের প্রতীক। হাতপাখা সবার প্রতীক। মুসলমানরা হাতপাখা ব্যাবহার করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব জাতি ধর্ম ও বর্নের মানুষ হাতপাখা ব্যাবহার করে। হাতপাখাকে বিজয় করলে এদেশ দুর্নীতিমুক্ত হবে।
অনুসারীদের ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশকে রক্ষা করার জন্য, সজাগ থাকতে হবে। দুই ঘণ্টা দাওয়াতি কাজ করতে হবে।
তিনি বলেন, ইসকন বাংলাদেশের মধ্যে নতুন সন্ত্রাবাদ সৃষ্টি করতে চায়। তারা ভিন্ন আঙ্গিকে এ দেশকে অস্থির করতে চায়। তোমরা সাবধান হয়ে যাও। বাংলাদেশের মানুষ ঘুমিয়ে যায় নাই। অস্থিরতা তৈরী করতে চাইলে বাংলাদেশের মানুষ তোমাদের ঝাড়ু-পেটা করে এদেশ ছাড়া করবে। বাংলাদেশ হচ্ছে আলেম ওলামাদের।
দলটির আমির বলেন, ’৭২-এর সংবিধানে চার মুলনীতির কথা থাকলেও ’৭২-এ যে সংবিধানে রচিত হয়েছিল তাতে স্বাধীনতার চেতনা ছিল না।
মন্তব্য করুন