বরিশালের বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ও মৃত করিম ডাকুয়ার ছেলে আবুল কালাম ডাকুয়া, মৃত রুস্তম মৃধার ছেলে রাজিব মৃধা (ওরফে) টোল রাজু, মৃত আয়নাল মাঝির ছেলে জাকির মাঝির। সবাই পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে ২৭ আগস্ট বাকেরগঞ্জ তুলাতলা ব্রিজের উত্তর পাশে বসে ২৮ আগস্টের প্রোগ্রাম বাস্তবায়নের জন্য গারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ফরাজী, হারুন অর রশিদ, সজিব হাওলাদার, মিজানুর রহমান টিটু আলোচনা করছিল। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় আজ বুধবার সোহাগ ফরাজী বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ ও ৪০-৪৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন।
বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, কালাম ডাকুয়া, রাজিব মৃধা, জাকির মাঝি নামে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি হামলার মামলা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন