দিনাজপুরের বীরগঞ্জে শ্বশুর-জামাই সংঘর্ষে জামাই সর্ধেন শীল (৪৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন শ্বশুর বিজয় শীল (৭৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে শ্বশুর বিজয় শীলের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর।
নিহত সর্ধেন শীল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দেওধা গ্রামের মৃত কর্ম শীলের ছেলে এবং আহত বিজয় শীল দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত টুনি শীলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সর্ধেন শীলের নির্যাতনে তার স্ত্রী ২০-২৫ দিন আগে বাবা বিজয় শীলের বাড়িতে যায়। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জামাই সর্ধেন শীল বীরগঞ্জে শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে ডাকলে শ্বশুর বিজয় শীল দরজা খুলে দেয়। এ সময় শ্বশুর-জামাইয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় শ্বশুরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং জামাইকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সর্ধেন শীল। উন্নত চিকিৎসার জন্য শ্বশুর বিজয় শীল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, আজ বুধবার দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তে জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন