খুলনার কয়রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ ও কমিউনি গ্রুফ (সিপিজি) সদস্যরা।
বুধবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬নং কয়রা গ্রামের শ্মশান মন্দিরের মাঠ থেকে ৭ ফুট লম্বা ওই অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনে অবমুক্ত করা হয়।
জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শ্মশান মন্দিরের মাঠে জালে সাপটিকে আটকে থাকতে দেখতে পান। পরে এলাকার লোকজনকে খবর দিলে বন বিভাগ ও সিপিজি সদস্যদের খবর দিলে তারা গিয়ে সাপটিকে উদ্ধার করেন। প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ওই সাপটির ওজন প্রায় ১১ কেজির কাছাকাছি হবে। তবে সপটি সুন্দরবন থেকে লোকালয়ে এসেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ বলেন, ৬নং কয়রা এলাকার লোকজন সাপটি শ্মশান মন্দিরের মাঠে জালে আটকে থাকে দেখে আমাদের খবর দিলে বন বিভাগের কর্মী ও সিপিজির সদস্যরা মিলে সাপটিকে উদ্ধার করি। পরে সাপটি সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়িয়া বন টহল ফাঁড়িতে এনে সন্দরবনে অবমুক্তি করি।
মন্তব্য করুন