বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:১৫ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আন্দোলনে শহীদ ১৯ জনের নামে স্মৃতিফলক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নামে স্মৃতিফলক। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের নামে স্মৃতিফলক। ছবি : কালবেলা

বগুড়া শহরের একেবারে কেন্দ্রেই সাতমাথা এলাকা। সেখানকার মুক্তমঞ্চের পাশের স্মৃতিফলকে বেশ কয়েকজনের নাম ও বয়স সংবলিত ব্যানার সেঁটে দেওয়া হয়েছে। নামগুলো জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত স্থানীয় ছাত্র-জনতার। দেশের বৈষম্য দূর করতে হেসে-খেলে জীবন উৎসর্গ করা বীরদের নাম যেন শোভা বাড়িয়েছে ভাঙাচোরা পুরোনো ফলকেরও।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের সময় বগুড়ায় নিহতদের নাম-ঠিকানা সংবলিত স্মৃতিফলক উন্মোচন করেছে বগুড়াভিত্তিক ছাত্র-নেতৃত্বাধীন সংগঠন জাস্টিস ফর জুলাই।

সোমবার (৪ নভেম্বর) জুলাইয়ে নিহতদের স্মরণে নাম ফলকটির উন্মোচন করা হয়। স্মৃতিফলকে প্রাথমিকভাবে ১৯ জন শহীদের নাম স্থান পেয়েছে। ভবিষ্যতে যাচাই-বাছাই করে আরও নাম যুক্ত করা হবে।

১৯ জনের তালিকায় শিশুই চারজন। সব থেকে ছোট রাতুলের বয়স ছিল মাত্র ১২ বছর। বাকি তিনজনের বয়স আরেকটু বেশি। অথচ জীবনের অধিকার আদায়ের লড়াইয়ে তাদের পৃথিবী ছাড়তে হয়েছে জীবনের শুরুতেই। অন্যদিকে জীবন সায়াহ্নে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৭০ বছরের আব্দুল মান্নান।

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের সময় বগুড়ায় নিহতদের নাম-ঠিকানা এ ফলকে লেখা আছে। এদের মধ্যে বগুড়াতেই প্রাণ হারান অন্তত ১৬ জন। অন্য তিনজন মারা যান ঢাকা এবং সাভারে। আগামীতে যাচাই-বাছাই করার পর আরও নাম যুক্ত করা হবে।

স্মৃতিফলকে স্থান পাওয়া ১৯ শহীদ হলেন, বগুড়া সদরের কমর উদ্দীন বাঙ্গী (২১), সিয়াম শুভ (১৬), আব্দুল মান্নান (৭০), শিমুল মণ্ডল (৪৫), মাহফুজার রহমান (৩০), জুনাইদ ইসলাম রাতুল (১২), রিপন ফকির (৩৬), শিবগঞ্জের রনি মিয়া (২৮) ও সেলিম হোসেন (৩৫), দুপচাঁচিয়ার আবু রায়হান (২৯), কাহালুর মনিরুল ইসলাম (২৩), গাবতলীর জিল্লুর সর্দার (৪৫), সাকিল হাসান মানিক (২৩), সাব্বির হাসান (১৪), নন্দীগ্রামের সোহেল রানা (৩০), সোনাতলার আবদুল আহাদ সৈকত (১৬), সারিয়াকান্দির রহমত মিয়া ধলা (২১), দিনাজপুরের হিলির মো. সেলিম (৪৫) এবং বগুড়া শজিমেক হাসপাতালে অজ্ঞাত একজন।

খোঁজ নিয়ে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট শহরের নবাববাড়ি ডায়াবেটিস হাসপাতালের সামনে পাকা রাস্তায় কমর উদ্দীন বাঙ্গী, সাতমাথা স্টেশন রোডে আইএফআইসি ব্যাংকের সামনে সেলিম হোসেন, কাঁঠালতলা-বড়গোলা রাস্তায় বৃদ্ধ আব্দুল মান্নান, ২ নম্বর রেল গুমটির উত্তরে ঝাউতলায় রিপন ফকির এবং ঝাউতলায় পাকা রাস্তায় জিল্লুর রহমান গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

জাস্টিস ফর জুলাই সংগঠনের সদস্য সচিব এ এম জেড শাহরিয়ার বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের নাম সংগ্রহ অব্যাহত রেখেছি। নতুন নাম পেলেই ফলকে অন্তর্ভুক্ত করব।

তিনি আরও বলেন, গণহত্যার সঙ্গে জড়িত ক্ষমতাচ্যুত হাসিনাসহ সব অপরাধীর বিচার দ্রুত করতে হবে। অবিলম্বে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় জনস্বাস্থ্য উপ-সহকারীর বিরুদ্ধে ঠিকাদারদের সংবাদ সম্মেলন

দুই মাসের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্রসংগঠনগুলো

বাংলাদেশ-যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় স্বাস্থ্য কর্মসূচির অর্জন উদযাপিত

অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে ফতুর করা হয়েছে : নিউইয়র্ক টাইমস

চুয়েটে গণিত বিভাগের আয়োজনে আন্তর্জাতিক কনফারেন্স শুরু কাল 

গুলশানের বটতলা বস্তিতে আগুন

নোবিপ্রবিতে ‘ল্যাবরেটরি অব এনিমেল রিসার্চ’ উদ্বোধন

যুবদল নেতা হত্যায় ১০ বছর পর আ.লীগের ৩৪ নেতাকর্মীর নামে মামলা

বাগেরহাটে বিএনপি নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ে ঘোড় দৌড় প্রতিযোগিতা, দর্শনার্থীর ভিড় 

১০

সব আলেম-ওলামাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : আমির হামজা

১১

সাভারে ছাত্র হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

ভারতের পতাকা মাড়ানোর ভাইরাল ছবিটি ‘এআই’ দিয়ে তৈরি : রিউমর স্ক্যানার

১৩

নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ

১৪

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ না : আবু হানিফ

১৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন ইসলামী আন্দোলনের নেতারা

১৬

হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের পুলিশ সুপারের ফুলেল শুভেচ্ছা

১৭

বিমান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের হাইকমিশনার

১৮

ঢাকায় মিশন বসিয়ে ভিসা দেবে রোমানিয়া, ভুয়া বললেন রাষ্ট্রদূত

১৯

ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

২০
X