ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে অপসারিত কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেন পৌর কাউন্সিলররা। ছবি : কালবেলা
পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেন পৌর কাউন্সিলররা। ছবি : কালবেলা

ঝিনাইদহের ৬টি পৌরসভার অপসারণ করা পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে একই স্থানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুর সমাবেশে সভাপতিত্বে করেন। এ সময় বক্তব্য দেন জেলা কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আরেফিন কায়সার, শৈলকুপা পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুর রকিব, মুসা খান, ঝিনাইদহ পৌরসভার সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আনজু, একই পৌরসভার বুলবুলি বেগম, কোটচাঁদপুর পৌরসভার আব্দুর রাকিব, মহেশপুর পৌরসভার রহুল আমিন মিন্টু, কালীগঞ্জ পৌরসভার মুক্তার হোসেন, হরিণাকুণ্ডু পৌরসভার নাসির উদ্দীন।

সভায় বক্তারা বলেন, পৌরসভার কাউন্সিলরদের অপসারণের পর জেলার সব পৌরসভার কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। নাগরিকরা ঠিকমতো সেবা পাচ্ছে না। জন্মমৃত্যু ও নাগরিক সনদ পেতে ভোগান্তির সৃষ্টি হচ্ছে। শহরগুলো ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। সন্ধ্যার পর পাড়া-মহল্লায় সড়ক বাতি জ্বলছে না। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় দুর্গন্ধে নাগরিকরা বসবাস করতে পারছে না।

কাউন্সিলররা প্রশ্ন তুলে বলেন, দেশে জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবে যে স্বাধীনতা জাতি পেয়েছে, তা কি এই ভোগান্তি আর জনদুর্ভোগের জন্য? আমরাও ছাত্র-জনতার সঙ্গে ছিলাম। আমাদের সন্তানরা মাঠে ছিল, আন্দোলনে ছিল। পৌর নাগরিকদের এ অবস্থা চলতে পারে না।

বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ও ঝিনাইদহ পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, যারা অন্যায় ও অপকর্ম করেছে, তাদের জন্য সব কাউন্সিলরকে শাস্তি দেওয়া বৈষম্যমূলক। যেসব কাউন্সিলর সরাসরি অপরাধের সঙ্গে যুক্ত, তাদের শাস্তি দিলে কেউ প্রতিবাদ করবে না। একই সঙ্গে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, কাউন্সিলররা তাদেরও শাস্তির দাবি জানান।

তিনি আরও বলেন, আমরা কোনো দলের রাজনীতি করে কাউন্সিলর হইনি, আমরা সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আমাদের কেন অপসারণ করা হবে? অবিলম্বে দায়িত্বে ফিরে আবার দেশ গঠন ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে চাই।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গত ২৪ সেপ্টেম্বর দেশের সব পৌরসভার মেয়র ও পরে কাউন্সিলরদের অপসারণ করে। এতে পৌরসভাগুলোয় নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুমেক হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এনডিএফের ১২ দফা দাবি

পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু

১৬ বছরের জেদ, বিএনপি ক্ষমতায় আসলে চুল কাটবেন সাবু

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে

পরিচয় মিলল বোতাম কারখানায় বিস্ফোরণে নিহত সেই ৩ জনের

বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

ট্রিপ শেষ করেই অবসরে যাওয়ার কথা ছিল কিবরিয়ার

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা, বাড়বে শীত

চাকরি দিচ্ছে এসিআই, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১০

২৪ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

ইতিহাসের এই দিনে যত স্মরণীয় ঘটনা

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

১৪

নানা আয়োজনে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা সায়েক এম রহমান

১৫

সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না : লায়ন ফারুক

১৬

চাঁদপুরের জাহাজে হতাহতদের তিনজনের বাড়ি ফরিদপুরে

১৭

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনে রয়েছেন যারা

১৮

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন : অধ্যক্ষ ইউনুছ

১৯

ঢাকায় আসবেন ইলন মাস্ক!

২০
X