ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে (৭ নভেম্বর) ঢাকায় কেন্দ্রীয় কমিটির সমাবেশে সাভার উপজেলা বিএনপি ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সাভারের ব্যাংক কলোনি এলাকায় নিজের বাসায় আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কথা জানান তিনি।
সালাউদ্দিন বাবু বলেন, অনেকেই বিকেল পর্যন্ত সমাবেশ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন না। এবার আমি চাই, ঢাকা-১৯ এর প্রতিটি নেতাকর্মীকে অনুরোধ করব, আমরা ওই দিন একটা বিশাল শোডাউন করব। যাতে আমাদের জমায়েত সবার চোখে পড়ে। ক্যাপ, গেঞ্জির প্রস্তুতি নিচ্ছি। প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবেন। আমিও শেষ পর্যন্ত থাকব। যাতে একটা সুশৃঙ্খল ঢাকা-১৯ এর লোক সমাগম দেখাতে পারি।
তিনি আরও বলেন, ঢাকার লোকজন মনে করে, সাভার-আশুলিয়ায় বিপুল সংখ্যক নেতাকর্মী আছে। ইচ্ছা করলে ঢাকায় আনা সম্ভব। আন্দোলন সংগ্রামে তাদের অবদান ছিল। এখনো দেশ স্বাধীন হয়নি। নির্বাচন করে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম লোক সমাগম অব্যাহত রাখতে হবে। এজন্য বিনীতভাবে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে শোডাউন করার জন্য।
বিএনপির এ নেতা বলেন, এখন যে সরকার আছে, তাদের দায়িত্ব একটা নির্দিষ্ট সময়ে একটা যৌক্তিক সময়ে নির্বাচন করে ক্ষমতার পালাবদল যাতে ঘটে। একটা নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সেই বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলছে না এবং আসলে কবে হবে? সেনাবাহিনী প্রধান এক দেড় মাস আগে বলেছিলেন, হয়তো দেড় বছর পর নির্বাচন হতে পারে। কিন্তু কবে নির্বাচন হবে সেটা বলা সেনাপ্রধানের দায়িত্ব না। তার বলার কথা না। বলবে সরকার। সেটা কিন্তু বলছে না। এমনও হতে পারে, এই নির্বাচনের তারিখ নিয়ে আমাদের হয়তো আরেকবার সংগ্রাম করতে হতে পারে।
তিনি বলেন, যেহেতু বিএনপি একটা তৃণমূল সংগঠন, হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী আছে বিএনপির পতাকাতলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, সেটা জানান দেওয়ার জন্য প্রত্যেকটি অনুষ্ঠানই গুরুত্বপূর্ণ। আমাদের লোকসমাগম আছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেইসব প্রমাণ করতে পারি, এই বাস্তবতায়। আমাদের মতো যারা আগামীতে নির্বাচন করার ইচ্ছা আছে, তাদের একটা শোডাউনের বিষয় আছে। সবকিছু মিলিয়ে ৭ নভেম্বরের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ।
এতে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভিসহ সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন