সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিপ্লব-সংহতি দিবসে ঢাকায় জনসমাগমে প্রস্তুত সাভার বিএনপি : সালাউদ্দিন বাবু

বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : কালবেলা

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসে (৭ নভেম্বর) ঢাকায় কেন্দ্রীয় কমিটির সমাবেশে সাভার উপজেলা বিএনপি ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে সাভারের ব্যাংক কলোনি এলাকায় নিজের বাসায় আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কথা জানান তিনি।

সালাউদ্দিন বাবু বলেন, অনেকেই বিকেল পর্যন্ত সমাবেশ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন না। এবার আমি চাই, ঢাকা-১৯ এর প্রতিটি নেতাকর্মীকে অনুরোধ করব, আমরা ওই দিন একটা বিশাল শোডাউন করব। যাতে আমাদের জমায়েত সবার চোখে পড়ে। ক্যাপ, গেঞ্জির প্রস্তুতি নিচ্ছি। প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবেন। আমিও শেষ পর্যন্ত থাকব। যাতে একটা সুশৃঙ্খল ঢাকা-১৯ এর লোক সমাগম দেখাতে পারি।

তিনি আরও বলেন, ঢাকার লোকজন মনে করে, সাভার-আশুলিয়ায় বিপুল সংখ্যক নেতাকর্মী আছে। ইচ্ছা করলে ঢাকায় আনা সম্ভব। আন্দোলন সংগ্রামে তাদের অবদান ছিল। এখনো দেশ স্বাধীন হয়নি। নির্বাচন করে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম লোক সমাগম অব্যাহত রাখতে হবে। এজন্য বিনীতভাবে অনুরোধ করছি সুশৃঙ্খলভাবে শোডাউন করার জন্য।

বিএনপির এ নেতা বলেন, এখন যে সরকার আছে, তাদের দায়িত্ব একটা নির্দিষ্ট সময়ে একটা যৌক্তিক সময়ে নির্বাচন করে ক্ষমতার পালাবদল যাতে ঘটে। একটা নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। সেই বিষয়ে তারা স্পষ্ট করে কিছু বলছে না এবং আসলে কবে হবে? সেনাবাহিনী প্রধান এক দেড় মাস আগে বলেছিলেন, হয়তো দেড় বছর পর নির্বাচন হতে পারে। কিন্তু কবে নির্বাচন হবে সেটা বলা সেনাপ্রধানের দায়িত্ব না। তার বলার কথা না। বলবে সরকার। সেটা কিন্তু বলছে না। এমনও হতে পারে, এই নির্বাচনের তারিখ নিয়ে আমাদের হয়তো আরেকবার সংগ্রাম করতে হতে পারে।

তিনি বলেন, যেহেতু বিএনপি একটা তৃণমূল সংগঠন, হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী আছে বিএনপির পতাকাতলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে, সেটা জানান দেওয়ার জন্য প্রত্যেকটি অনুষ্ঠানই গুরুত্বপূর্ণ। আমাদের লোকসমাগম আছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেইসব প্রমাণ করতে পারি, এই বাস্তবতায়। আমাদের মতো যারা আগামীতে নির্বাচন করার ইচ্ছা আছে, তাদের একটা শোডাউনের বিষয় আছে। সবকিছু মিলিয়ে ৭ নভেম্বরের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ।

এতে আরও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভিসহ সাভার থানা, পৌর ও আশুলিয়া থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ছাত্ররা এগিয়ে গেলে, দেশ এগিয়ে যাবে’

নবম-দশমের ‘বাংলা সাহিত্য’ বইয়ের প্রচ্ছদে আবু সাঈদের ছবির দাবি ভুয়া

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন ফারুক হাসান

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বরিশালকে উড়িয়ে রংপুরের তিনে তিন

আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তদন্তের মুখে শুভমান গিলসহ চার ক্রিকেটার

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়রায় প্রীতি ফুটবল ম্যাচ

যেসব সিনেমা হলে দেখা যাবে ‘মধ্যবিত্ত’

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে : লায়ন ফারুক

ভ্যাট বাড়ায় জিনিসপত্রের দাম নিয়ে জানালেন অর্থ উপদেষ্টা

১০

‘গণঅভ্যুত্থানের বিজয় সমগ্র জাতির অর্জন’

১১

ইউনিভার্সেল মেডিকেল ও গীতিকবি সংঘের করপোরেট স্বাস্থ্যচুক্তি

১২

রাহিতুল ইসলামের নতুন উপন্যাস বাজারে

১৩

সেই স্বাগতাকে ফের আইনি নোটিশ

১৪

ঢাকায় ঘনকুয়াশা, থাকবে কত দিন

১৫

‘জীবন দেব, ফসলের মাটি দেব না’

১৬

ঢাবিতে সাদা দলের ‘বিদ্রোহী কমিটি’ নিয়ে সমালোচনা

১৭

প্রধান উপদেষ্টার রাজবাড়ী সফর স্থগিত

১৮

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

১৯

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি ঘোষণা

২০
X