বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক-জনতা মুখোমুখি, মামলার আসামি হয়ে গ্রামশূন্য পুরুষ

চিকিৎসক ও সাধারণ জনগণের পাল্টাপাল্টি কর্মসূচি। ছবি : কালবেলা
চিকিৎসক ও সাধারণ জনগণের পাল্টাপাল্টি কর্মসূচি। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সাধারণ জনগণ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে আসছেন। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

এদিকে চিকিৎসকের করা মামলার আসামি হয়ে পুরুষশূন্য হয়ে পড়েছে পৌর শহরের চরকাউরিয়া গ্রাম। হয়রানি বন্ধ ও চিকিৎসকের করা মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন গ্রামের নারীরা। অন্যদিকে চিকিৎসক-কর্মচারীরাও কর্মবিরতিসহ নানা কর্মসূচি দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছেন।

স্থানীয়ভাবে জানা যায়, গুরুতর অসুস্থ হয়ে গত ২৮ অক্টোবর বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন পৌর শহরের চরকাউরিয়া গ্রামের হতদরিদ্র রিকশাচালক রজব আলী (৩২)। একই দিন রাতে তিনি মারা যান। মারা যাওয়ার পরই শোকাহত রজব আলীর পরিবারের লোকজনের সঙ্গে কর্তব্যরত চিকিৎসক আসমা লাবণীর বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ধস্তাধ্বস্তির ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বিএনপির নেতারা আলোচনা করে রজব আলীর লাশ হস্তান্তর করেন তার পরিবারের কাছে। এতে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক হয়।

কিন্তু গত ২৯ অক্টোবর হঠাৎ কর্মবিরতি ঘোষণা দিয়ে হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন চিকিৎসক ও কর্মচারীরা। এরপর মৃত ব্যক্তির পরিবারের সদস্য, স্থানীয় সদ্য অপসারিত কাউন্সিলর ও তিন জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক।

মামলার পরপরই পুলিশ চরকাউরিয়া গ্রামে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে। এক আসামি জামিনে রয়েছেন। আত্মগোপনে রয়েছেন অন্য এজাহারনামীয় আসামিরা। এদিকে ভয়ে পুরুষশূন্য হয়ে পড়ে চরকাউরিয়া গ্রাম। অনেক বাড়িতে ঘর তালাবদ্ধ।

এ অবস্থায় চরকাউরিয়া গ্রামের নারীরা হয়রানি থেকে রক্ষা পেতে ও মামলা প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার গণমিছিল ও সমাবেশ করেন। সমাবেশে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সরকার রাসেল।

গত ২৯ অক্টোবর থেকেই ঘটনার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করে আসছেন বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা। এর নেতৃত্ব দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক। এই পরিস্থিতিতে চিকিৎসাসেবা চরম বিঘ্ন ঘটছে। এতে বিব্রত হচ্ছে স্থানীয় প্রশাসন।

হাসপাতালে গত ২৮ অক্টোবরের ঘটনার ছবি ও ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিকদেরও প্রতি চরমভাবে ক্ষুব্ধ ডা. মোহাম্মদ আজিজুল হক। এ কারণে তিন সাংবাদিককে আসামি করে মামলা করেন তিনি।

সাংবাদিকরা অভিযোগ তোলেন, ডা. আজিজুল হক প্রকাশ্য সমাবেশে মাইকে বলেছেন, সাংবাদিকদের গাছের সঙ্গে বেঁধে লাল থেরাপি দেওয়া হবে। তিনি সাংবাদিকদের বকশীগঞ্জ থেকে বিতাড়িত করার ঘোষণাসহ নানা অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। সাংবাদিকদের নিয়ে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন, সব আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমাদের আইনি লড়াইয়ের পাশাপাশি আন্দোলনও চলবে।

বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মানিক সওদাগর জানান, ঘটনার রাতেই উভয় পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে মৃত রজব আলীর লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর চিকিৎসক-কর্মচারীরা নিজ দায়িত্বে আন্দোলন করে যাচ্ছেন।

তিনি বলেন, কেউ অপরাধ করে থাকলে শাস্তি হোক। কিন্তু নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নির্দোষ মানুষের ওপর পুলিশের কোনো অভিযান নেই। মামলার এজাহারভুক্ত আসামি পুলিশের টার্গেট। গ্রামের অন্য লোকজন পালিয়ে থাকার প্রয়োজন নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন

বাংলাদেশে এক দিনে ৪০ হাজার হিন্দু ধর্ষিত, এ তথ্য দেয়নি এবিপি আনন্দ

বিজয় দিবস কাবাডি / পুরুষ বিভাগে নৌ বাহিনী ও নারী বিভাগে পুলিশ চ্যাম্পিয়ন

সাহসীদের ক্ষেত্রে ভাগ্য সহায়ক হয়: আকবর

মাকে নিয়ে গাইলেন কাজী শুভ

বড়দিন উপলক্ষে আর্চ বিশপের হাউস পরিদর্শন সেনাবাহিনী প্রধানের

দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান টিআইবির 

জবি ইনকিলাব মঞ্চের নেতৃত্বে নূর মোহাম্মদ-শান্তা আক্তার 

ভূমধ্যসাগর থেকে ৮ বাংলাদেশির মরদেহ উদ্ধার

চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান

১০

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর প্রজ্ঞাপনে এনডিএফের ক্ষোভ

১১

শতভাগ দলীয়করণে ক্রীড়াঙ্গন আজ তলানিতে : আমিনুল হক

১২

দেশের স্বার্থের প্রশ্নে একবিন্দু ছাড় দিতে প্রস্তুত নই : আখতার

১৩

যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের হুঙ্কার

১৪

নির্বাচন নিয়ে এত টালবাহানা কেন, প্রশ্ন ফজলুর রহমানের

১৫

দুর্নীতিগ্রস্ত লুটেরা যাতে আর দেশে না আসতে পারে : মেজর হাফিজ 

১৬

বিচার চেয়ে সোহেল তাজের স্ট্যাটাস

১৭

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

১৮

ঢাকায় মহাসম্মেলনের ঘোষণা খতমে নবুওয়ত বাংলাদেশের

১৯

শ্রম সংস্কার কমিশনের সঙ্গে আউটসোর্সিং শ্রমিকদের মতবিনিময়

২০
X