সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে অবৈধ ব্যাটারি কারখানা ও ইটভাটায় অভিযান, ৪ জনকে শাস্তি

সাভারে ব্যাটারি কারখানা ও ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা
সাভারে ব্যাটারি কারখানা ও ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : কালবেলা

ঢাকার সাভারের আমিনবাজারে অবৈধ ৮টি ব্যাটারি কারখানা ও দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় চার জনকে বিভিন্ন সাজা দেওয়া হয়।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার।

উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে এ ইটভাটা ও ব্যাটারি তৈরির কারখানা পরিচালনা করা হচ্ছিল। সকালে এতে অভিযান চালানো হয়।

এসময় ব্যাটারি তৈরির কারখানা সংশ্লিষ্ট তিনজন ও ইটভাটা সংশ্লিষ্ট একজনকে আর্থিক দণ্ডসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, আমিনবাজারের হোম ব্রিকসের অফিস সহকারী মুক্তার হোসেন (৫৫) ও ম্যানেজার জাকির হোসেন (৫০)। দুজনকেই ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৫ ধারা অনুযায়ী ৫ লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ আইনে ব্যাটারি কারখানার ম্যানেজার আউয়াল হোসেনকে (৪০) ৩ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেওয়া হয়। আর কারখানার হেলপার মো. সুজন (৩৮) ও মুক্তার হোসেনকে (৩৫) এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবু বকর সরকার বলেন, সাভারের বিভিন্ন জায়গায় অবৈধ সীসা কারখানা, ব্যাটারি কারখানা ও অবৈধ ইটভাটা আছে এমন খবরে এখানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধ সীসা কারখানায় তিনজনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে বিভিন্ন জনকে বিভিন্ন অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইন ২০১৩ এর আলোকে একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, অনাদায়ে অর্থদণ্ড দেওয়া হবে।

তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে সাভারবাসীকে জানাতে চাই, যেসব অবৈধ ইটভাটা আছে, তাদের ভাটা বন্ধ করতে আহ্বান জানাই। আর অবৈধ সীসা, টায়ার কারখানাগুলো পরিবেশের জন্য ভয়ঙ্কর। তাদেরও এসব কারখানা বন্ধের আহ্বান জানাই। তা না হলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

অভিযানে সাভারের সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল ইসলাম নূর ও আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তারসহ উপজেলা প্রশাসন ও সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় বজ্রপাতে দুজনের মৃত্যু

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা কলেজ ছাত্রদলের কর্মসূচি পালন

চট্টগ্রামে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত শাহাদাত

ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট : জলহস্তীর ভবিষ্যদ্বাণী

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু

‘তওবা না করলে মাওলানা সাদকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না’

মার্কিন নির্বাচনে কেন গুরুত্বপূর্ণ মিশিগান ও পেনসিলভানিয়া

পিরোজপুরে যুবলীগ নেতা লাভলু গ্রেপ্তার

ট্রাম্প না কমলা, কার জয়ে বাংলাদেশের কী হবে?

১০

যুক্তরাষ্ট্রের নির্বচানে বোমা হামলার হুমকি

১১

মার্কিন প্রেসিডেন্ট নিয়ে কার্টুনের ভবিষ্যদ্বাণী

১২

বিপ্লব-সংহতি দিবসে ঢাকায় জনসমাগমে প্রস্তুত সাভার বিএনপি : সালাউদ্দিন বাবু

১৩

সমাজসেবা অধিদপ্তরের ওএসডি ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

১৪

আইফোন ও ম্যাক কম্পিউটারে আসছে অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা

১৫

চিকিৎসক-জনতা মুখোমুখি, মামলার আসামি হয়ে গ্রামশূন্য পুরুষ

১৬

লাকড়ি আনতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

১৭

যুবদলের কর্মিসভায় ককটেল বিস্ফোরণ

১৮

কে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মসনদে, কখন জানা যাবে ফল?

১৯

মধ্যরাতে এক শহরে ৩-৩ ভোটে ড্র ট্রাম্প-কমলা

২০
X