গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত, থানায় মামলা

গাংনী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক লাঞ্ছিত হয়েছেন। ছবি : সংগৃহীত
গাংনী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক লাঞ্ছিত হয়েছেন। ছবি : সংগৃহীত

মেহেরপুরে গাংনীতে একটি মামলার তদন্ত চলাকালে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক লাঞ্ছিত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে রাতেই গাংনী থানায় মামলা করেন ভুক্তভোগী হোসনে মোবারক।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেহেরপুর আদালতের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের একটি মামলা তদন্তের শুনানির জন্য উভয়পক্ষকে মাধ্যমিক শিক্ষা অফিসে ডাকা হয়। সোমবার দুপুরে বাদী-বিবাদী অফিসের সামনে হাজির হলে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি ও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।

একপর্যায়ে ১০-১২ জন যুবক রাগান্বিত হয়ে হোসনে মোবারকের হাতে থাকা মোবাইলটি কেড়ে নেয় ও শার্টের কলার ধরে টানাহেঁচড়া করে লাঞ্ছিত করে। এর প্রতিবাদ জানালে মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী তোফাজ্জেল হোসেনকেও লাঞ্ছিত করে ও হুমকি দেয়। তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে ইউএনও, সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেন। এর আগেই যুবকরা পালিয়ে যান।

গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত হওয়ার ঘটনায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে একটি নিয়মিত মামলা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা বলেন, জানতে পেরে জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করি। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছেন জেলা প্রশাসক।

উল্লেখ্য, গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের সোহরাব আলীর মেয়ে সীমা খাতুনের সঙ্গে একই উপজলার ঝোরপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে তুহিন আলীর বিয়ে হয়। পরে পারিবারিকভাবে ভুল বোঝাবুঝি হলে তুহিন আলী বিয়ের বিষয়টি অস্বীকার করে। এ নিয়ে সীমা খাতুন আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দ্রুত নিষ্পত্তি করতে গাংনী উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। মামলা নিষ্পত্তি করতে তিনি স্বামী তুহিনকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেন। কিন্তু বাদী সীমা খাতুন নারাজি দিয়ে চলে যান। পরে ওই মামলা পুনরায় প্রতিবেদন করে নিষ্পত্তি করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষকে নিয়ে শুনানি করছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে মোবারক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাপেক্সে চাকরির সুযোগ, পাবেন ফ্যামিলি ডিসকাউন্ট

তারেক রহমানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে উপহার বিতরণ

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৪০ জন আ.লীগের নেতাকর্মীর নামে মামলা

বশেমুরবিপ্রবিতে বসছে পুলিশের স্থায়ী ক্যাম্প

জবি শিক্ষককে বহিষ্কারের দাবি, ছবিতে জুতা নিক্ষেপ

আসছে ড্রামা সিরিজ ‘হাবুডুবু’

জনগণ এই সরকারকে দীর্ঘদিন মানবে না : মির্জা আব্বাস

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের পাশে সিরাজগঞ্জের ডিসি

জনবল নেবে আরএফএল গ্রুপ, থাকছে নানা সুবিধা

শ্বশুরকে কুপিয়ে হত্যা করল মেয়ের জামাই

১০

নদীর তীরগুলো বাণিজ্যিকভাবে এগিয়ে নেওয়া হবে : উপদেষ্টা সাখাওয়াত

১১

বিবাহবিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল যুবকের

১২

আমেরিকা রক্ষায় ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন : ট্রাম্প

১৩

বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ দেশ : দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা 

১৪

স্বেচ্ছাসেবক দলের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

১৫

কী আছে পৃথিবীর রহস্যময় গভীর গর্তে

১৬

সেচযন্ত্র মেরামত করতে গিয়ে প্রাণ গেল ২ জনের

১৭

মহাসম্মেলন থেকে যে বার্তা দিলেন আলেমরা 

১৮

মার্কিন নির্বাচনে সবচেয়ে টার্নিং পয়েন্ট পেনসিলভানিয়া

১৯

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিত, থানায় মামলা

২০
X