নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান্ডে কাসটেন্স বলেছেন, বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও যুবকদের উন্নয়নে কাজ করে যাবে নেদারল্যান্ডস সরকার। আর্থসামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে আগে থেকেই বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আমাদের একটি সম্পর্ক রয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুটিয়াজানি এলাকায় ডিজেঅ্যাবল রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ) এবং নিকেতন ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়নের ওপর আলোকপাত করে অ্যান্ড্রে কার্সটেন্স বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে কাজ এটি অনন্য দৃষ্টান্ত। প্রতিষ্ঠানের কাজ অব্যাহত থাকবে আমরা বিষয়টা নিয়ে কাজ করছি। আগামীতে যেন আরো বড় পরিসরে দেশব্যাপী প্রতিষ্ঠানের নাম ছড়িয়ে পড়ে সেই জন্য কাজ করে যেতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নেদারল্যান্ড সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকবে।
নেদারল্যান্ডস ভিত্তিক সংস্থাটির সাধারণ সম্পাদক ডাচ নাগরিক অ্যান্টোইনেট থার্মোসুইজেন বলেন, মানিকগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কাজ করতে পারে আমরা আনন্দিত। দীর্ঘ ২৫ বছর ধরে সকলের সহযোগিতায় আমরা এ পর্যন্ত আসতে পেরেছি এবং প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করতে পারছি। সেবার মান এবং পরিসর বাড়াতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা পুনর্বাসন, শারীরিক প্রতিবন্ধকতা সেবা এবং মানসিক বিকাশের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মনোয়র হোসেন মোল্লা, ডিআরআরএ এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ফারিদা ইয়াসমিন, ডিআরআরএ এর প্রকল্প পরিচালক মো. নিজামুদ্দিনর, ডিআরআরএ এর প্রাক্তন স্বেচ্ছাসেবক কমল সরকার প্রমুখ।
মন্তব্য করুন