শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

নিজ কার্যালয়ে আটকে রেখে ব্যবসায়ীকে পেটালেন এসিল্যান্ড

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর ছিদ্দিক। ছবি : কালবেলা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর ছিদ্দিক। ছবি : কালবেলা

শরীয়তপুরে এক ব্যবসায়ীকে দোকান থেকে তুলে এনে নিজের অফিস কক্ষে পেটানোর অভিযোগ উঠেছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর ছিদ্দিকের বিরুদ্ধে।

এ ঘটনায় বিচার চেয়ে ওই ব্যবসায়ী জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।

ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের মডেরহাট বাজারের কাপড় ব্যবসায়ী মো. সোলাইমান তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এসিল্যান্ড ভূমি আবু বকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য তার দোকানে যায়। এ সময় তিনি দোকানের লাইসেন্স দেখতে চাইলে তা দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা দেওয়া নিয়ে সোলাইমান সঙ্গে এসিল্যান্ড আবু বকর সিদ্দিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে আনসার সদস্যকে দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নিজ কার্যালয়ে নিয়ে আসেন।

অভিযোগ আরও উল্লেখ করা হয়, সেখান আটকে রেখে প্রথমে আনসার দিয়ে ওই ব্যবসায়ীতে কানে ধরে ওঠবস করান। পরে আনসার ও তিনি নিজে লাঠি দিয়ে মারধর করেন।

ব্যাবসায়ী সোলাইমান কালবেলাকে বলেন, আমি অন্যায় করলে তিনি আমাকে জেল-জরিমানা করতে পারেন। এতগুলো মানুষের সামনে আমাকে এভাবে পেটাতে পারে না। তিনি আমাকে পিটিয়ে আমার শারিরিক ও মানসিকভাবে আহত করেছেন। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি।

ডামুড্যা পৌর জামায়াতের আমির আতিকুর রহমান কবির কালবেলাকে বলেন, মধ্য বয়েসের একজন ব্যবসায়ীকে সামান্য বিষয় নিয়ে এভাবে পেটানো খুবই দুঃখজনক। জনগণের সেবক যদি পেটায়া হয় তাহলে মানুষ তার কাছ থেকে কী ধরনের সেবা পাবে? এর বিচার হওয়া দরকার।

নিউনেস ইসলামি একাডেমির প্রধান শিক্ষক ও হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম বলেন, তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে সাধারণ নাগরিকের ওপর নির্দয়ভাবে পেটানোর বিষয়টি আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। তাছাড়া আমরা তিন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলাম, তিনি আমাদের সম্মানের কথা চিন্তা করে হলেও এ জঘন্যতম কাজটি না করলেও পারতেন। এ ঘটনায় আমি তার উপযুক্ত বিচার দাবি করছি।

ডামুড্যা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, আমার চল্লিশ বছর বয়সের মধ্যে এমন ঘটনা দেখিনি ও শুনিনি। তিনি প্রকাশ্যে দিবালোকে আমাদের সামনে নির্দয়ভাবে সোলাইমানকে পিটিয়ে আহত করেন। উপজেলার একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে তিনি এ কাজ কীভাবে করলেন তা আমার বুঝে আসে না। তবে আমি এর বিচার দাবি করছি।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে এসিল্যান্ড আবু বকর সিদ্দিক কালবেলাকে বলেন, আমি বৃহস্পতিবার সকালে ধানকাটি ইউনিয়নের মডেরহাট বাজারে যাই এবং এক ব্যাবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছি।

এ ছাড়া গাড়িতে তুলে অফিসে এনে পেটানোর কথা জিজ্ঞেস করলে তিনি তা অস্বীকার করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন কালবেলাকে বলেন, আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত

এক সপ্তাহে সৌদি আরবে ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার

গজারিয়ায় বিএনপি কার্যালয়ে আ.লীগের হামলা, ভাঙচুর

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

আবারও সড়ক অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে চায় আজারবাইজান

আল্লাহর বিধান কায়েমের পক্ষে ভোট না দিলে ওই ভোট পচে যায় : ড. শফিকুল ইসলাম

২২ হাজার সরকারি কর্মকর্তা নিয়োগের ঘোষণা আসছে

১০

শেয়ার মার্কেটেও কারসাজি বীকনের, পিওনদেরও কোটি কোটি টাকার শেয়ার

১১

জামালপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

১২

এবার জর্ডানে ইসরায়েলি দূতাবাসের কাছে বন্দুক হামলা

১৩

হংকংয়ে কোম্পানি খুলেছেন সাবেক এমপি, অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা

১৪

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

১৫

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির সাহসী পদক্ষেপ : এরদোয়ান

১৬

সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

১৭

স্বাস্থ্যকেন্দ্রে নেই ডাক্তার, রোগী দেখছেন ফার্মাসিস্ট

১৮

জাংক ফুড খেলে কি স্মৃতিশক্তি কমে যায়? 

১৯

‘রোহিঙ্গা সংকট কক্সবাজারের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে’

২০
X