‘ঘর ভেঙে দিল কথিত বিএনপি নেতা অঝোরে কাঁদলেন বিধবা’- এই শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী বিধবার বাড়িতে ছুটে গেছেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজার এলাকার বিধবা আসমার বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন তিনি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আসমা বেগমের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেওয়া হয়।
রুহুল কবির রিজভীসহ বিএনপির নেতারা বিধবা নারী আসমা বেগমের সঙ্গে কথা বলেন এবং তার পাশে থাকার অঙ্গীকার করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপনসহ জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী জানান, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রচারের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি বিধবা নারীর বাড়ি পরিদর্শন করি। হতদরিদ্র বিধবা নারীর অসহায়ত্ব সত্যি বেদনাদায়ক, গণমাধ্যমগুলো যেসব খবর প্রকাশ করেছে আমি মনে করি তা সঠিক হয়েছে।
তিনি জানান, যারা এ বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর ও তাকে জায়গা থেকে উচ্ছেদ করার চেষ্টা করেছেন তারা যেই দলেরই হোক তাদের আইনের আওতায় আনতে হবে। যদি এ ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা কালবেলাকে জানান, বিএনপির যুগ্ন মহাসচিব রিজভী আসায় আমরা ভুক্তভোগীর বাড়িতে যাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগী আসমা বেগমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সেইসঙ্গে জেলা বিএনপি তার পাশে থাকার আশ্বাস প্রদান করে।
তিনি জানান, দখলকারী মূলত আওয়ামী লীগের সাবেক এমপি লাবু চৌধুরী ঘনিষ্ঠজন ছিল। এখন সে নিজেকে বিএনপি লোক বলে দাবি করছেন। তবে আমাদের কথা স্পষ্ট যেই এ ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত তাকে আইনের আওতায় আনতে হবে।
জানা যায়, নগরকান্দার রসুলপুর বাজারের পাশে ধুতরাহাটি গ্রামের কুমার নদের পাড়ের একটি জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন হতদরিদ্র বিধবা নারী আসমা বেগম। কয়েকদিন আগে বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় সালাউদ্দিন কবির সেই বিধবার বাড়িঘর ভেঙ্গে সেখান থেকে উচ্ছেদের চেষ্টা চালায়।
এ নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নজরে আসে।
মন্তব্য করুন