রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রের সন্ধানে পুকুরে জাল ফেলে পুলিশ, উঠে এলো পোড়ানো মোটরসাইকেল

জেলেরা পুকুর থেকে তুলে আনেন পোড়ানো মোটরসাইকেল। ছবি : কালবেলা
জেলেরা পুকুর থেকে তুলে আনেন পোড়ানো মোটরসাইকেল। ছবি : কালবেলা

আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রায় সব থানাসহ দেশের বিভিন্ন থানায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তখন থানার নথিপত্র জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা অস্ত্র, গুলি, জব্দ করা মালামাল এবং পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলও লুট করে। এ ঘটনায় পুলিশের করা মামলায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্প্রতি অভিযান চালিয়ে পুলিশের লুট হওয়া কিছু অস্ত্র র‌্যাব উদ্ধার করলেও, বাকি অস্ত্র উদ্ধারে তৎপর রয়েছে সংস্থাটি। গ্রেপ্তার করা হচ্ছে অভিযুক্তদেরও। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে একটি পুকুর থেকে পুলিশের ব্যবহৃত দুটি পোড়ানো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে সোমবার (৪ নভেম্বর) দুপুরে নগরীর পাহাড়তলী বিটেক কলেজ রোড এলাকার একটি পুকুরে অভিযান চালায় পুলিশ। তাদের কাছে তথ্য ছিল, ওই পুকুরে থানা থেকে লুট হওয়া পুলিশের লুট হওয়া অস্ত্র ছিল।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে থানা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হওয়া মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিটেক কলেজ রোড এলাকার ওই পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়। এরপরই পুলিশ ওই অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। তবে জড়িতদের গ্রেপ্তারের স্বার্থে আসামির নাম-পরিচয় জানায়নি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, দুপুরে জেলেদের পাঁচ-সাতজনের একটি দল পুকুরের চার কোণে জাল টেনে যাচ্ছেন অনবরত। জাল ঘিরে ছিল পুলিশের তীক্ষ্ণ নজর। পরে জানতে পারি যে কোনো মাছের জন্য নয়, অস্ত্রের সন্ধানে জাল ফেলা হয়েছে পুকুরে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি মো. বাবুল কালবেলাকে বলেন, আমাদের কাছে তথ্য ছিল পুকুরের মধ্যে অস্ত্র এবং থানার লুট যাওয়া বিভিন্ন মালামাল আছে। সেই প্রেক্ষিতে আমরা ওই পুকুরে আমরা দুপুর ১২টা থেকে জাল ফেলি। এ সময় পুলিশের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার হয়েছে। তবে অস্ত্র পাওয়া যায়নি।

পাহাড়তলী থানা সূত্র জানিয়েছে, ওই আসামিকে থানায় নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় তিনি নতুন একটা স্থানের নাম বলেছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ কালবেলাকে বলেন, গ্রেপ্তার আসামির তথ্যের ভিত্তিতে একটি পুকুরে অভিযান চালিয়ে পুলিশের ব্যবহৃত দুটি পোড়ানো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেখানে অস্ত্র আছে বললেও তা পাওয়া যায়নি। এই থানা থেকে ৩৫টি মোটরসাইকেল লুট ও ভাঙচুর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে সক্রিয় ছিলেন বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া মাহিন

বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলে নীল দলের নিরঙ্কুশ বিজয়

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানি, তদন্তের নির্দেশ ড. ইউনূসের

মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

২৪ চেতনায় সবাইকে জাগ্রত হতে হবে : শামীম

পাওনা টাকা নিয়ে ঝগড়া, ভাতিজাকে খুন করে গ্রেপ্তার চাচা

আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মাছের প্রজননে সময় না দিয়ে মানুষ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে : মৎস্য উপদেষ্টা

আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক খুন

১০

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় তাপসসহ ৩০ জনের নামে মামলা

১১

কিছু মানুষের ব্রেইন সিটিস্ক্যান করে দেখার ইচ্ছা, কীভাবে এত ক্রিমিনাল হতে পারে?

১২

কিশোরগঞ্জ-৫ আসনে তৃণমূলের আস্থা হুদাতে

১৩

১ হাজারে দৈনিক সুদ ১০০ টাকা!

১৪

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা

১৫

‘ড্রেসিংয়ে গেলে বলতেন আন্দোলনে গেছিলা ক্যান’

১৬

৩১ দফা বাস্তবায়নে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ : যুবদল সম্পাদক

১৭

শহীদ শাকিলের কবরে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা নিবেদন

১৮

দুই দিনের ব্যবধানে সোনার দাম বৃদ্ধি, ভরি কত?

১৯

সাগরে লুঘচাপের মধ্যেই বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ   

২০
X