পঞ্চগড় সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে জিয়া ট্রি (নিমগাছ) রোপণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে দুটি জিয়া ট্রি (নিমগাছ) রোপণ করা হয়।
এর আগে জগদল ডিগ্রি কলেজের শিক্ষার্থী মো. মাহাফুজ রহমান মমিন ও মোমিনুল ইসলামের আহ্বানে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ‘শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্ররাজনীতি ও বাংলাদেশ’ বিষয়ক শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের টিম-২৬ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সোহেল রানা।
মতবিনিময় সভায় ‘শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্ররাজনীতি ও বাংলাদেশ’ বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যবান মতামত গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের আগামীর নতুন বাংলাদেশ কেমন হবে তা প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়।
এ সময় পঞ্চগড় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফাসান জাপান ও জগদল ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন