কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর আইরিন আক্তার (২৫) হত্যা মামলার প্রধান আসামি নুর হোসেন সেলিমকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে।
রোববার (৩ নভেম্বর) কুমিল্লা আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত নুর হোসেন মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও গ্রামের সামছুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার বাইশগাঁও ইউনিয়নের বাইশগাঁও গ্রামের নুর হোসেন সেলিমের স্ত্রী আইরিন আক্তারের সঙ্গে গত ৮ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের রয়েছে ২টি সন্তান। গত ২১ অক্টোবর থেকে নিখোঁজ হওয়ার গুঞ্জন উঠে। মেয়েকে না পেয়ে আইরিন আক্তারের মা সায়েরা বেগম বাদী হয়ে ২৩ অক্টোবর মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এরই ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে গত ২৭ অক্টোবর সেলিমের বাড়ির পাশে খালপাড়ের কাদা মাটির নিচ থেকে গৃহবধূ আইরিন আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই আইরিনের ভাই সাফায়েত বাদী হয়ে নুর হোসেন সেলিমকে প্রধান আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, বাইশগাঁও গ্রামের নুর হোসেন সেলিমের স্ত্রী আইরিন আক্তারের হত্যা মামলার প্রধান আসামি নুর হোসেন সেলিমকে গ্রেপ্তার করে রোববার কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হয়। এ ঘটনায় তার মা সাহেদা বেগম, বাবা সামছুদ্দিন ও ভাই সুজনসহ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন