বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

ঢাবি শিক্ষার্থীদের পেটানো ছাত্রলীগ নেতা বললেন ‘আমার কোনো সমস্যা নেই’

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের শিক্ষার্থীদের পেটান ছাত্রলীগ নেতা জিহাদ। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের শিক্ষার্থীদের পেটান ছাত্রলীগ নেতা জিহাদ। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের পেটানো ছাত্রলীগের এক নেতা বললেন- ‘আমার কোনো সমস্যা নেই। ঢাকাতেই আছি, নিরাপদে আছি’। কালবেলার হাতে আসা একটি ভিডিও থেকে তাকে শনাক্ত করা হয়েছে। পরে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ কথা বলেন।

ঢাবিতে সাধারণ শিক্ষার্থীদের পেটানো ওই ছাত্রলীগ নেতার নাম জিহাদ আহম্মেদ। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা। পটুয়াখালীর বাউফল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী তিনি (আগের কমিটি ভাঙার পরে জুন মাসে সিভি জমা দিয়েছিল)।

ভিডিওতে দেখা যায়, গত ১৬ জুলাই ঢাবি ছাত্র-ছাত্রীদের বেধড়ক পিটিয়ে রক্তাক্ত করেছে জিহাদ আহম্মেদ। হামলার সময় তার হিংস্রতার দৃশ্য ভিডিওতে স্পষ্ট ফুটে উঠেছে।

সেদিন বিক্ষোভের সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলায় বহিরাগতরাও যোগ দেয়। তাদের নৃশংস হামলায় ঢাবির প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী আহত হন। ওইদিন হাসপাতালে গিয়ে ছাত্র-ছাত্রীদের পেটায় বহিরাগত ছাত্রলীগ। জিহাদও তাদের মধ্যে অন্যতম একজন।

ঢাকায় গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন জিহাদ। ১৬ জুলাই ঢাবিতে তার কর্মকাণ্ডের কারণে নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীরা তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আজ পর্যন্ত তিনি নিজ ক্যাম্পাসে যেতে পারেনি। বাউফলে ছাত্রলীগের একাংশের সব সভা-সমাবেশে প্রথম কাতারে দেখা যেত তাকে। বাউফল সরকারি কলেজে পড়াকালীন মারপিটসহ উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।

ছাত্রলীগ নেতা জিহাদ আহম্মেদের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি কালবেলাকে বলেন, আমার কোনো সমস্যা নেই। ঢাকাতেই আছি, নিরাপদে আছি। সেদিন আমরা কয়েকজন ছিলাম। নিজেদের আত্মরক্ষার জন্য করেছি, নাহলে ওরা আমাদেরকেই মেরে ফেলত। ইউনিভার্সিটি থেকে ভর্তি বাতিল করেছি, ওখানে যাওয়া নিজের জীবনের রিস্ক, তাই যাইনি।

বাউফল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মুনতাসীর তাসরিপ বলেন, ঢাবিতে হামলার মধ্য দিয়েই দেশ উত্তপ্ত হয়। ওই হামলা চালায় ছাত্রলীগ। বাউফলসহ দেশের বিভিন্ন স্থানের যে বহিরাগতরা হামলায় জড়িত ছিল, তাদের শাস্তি নিশ্চিত করতেই হবে। তারা এখনও নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, যে ঘটনায় আমরা তাকে অভিযুক্ত করব, সেই ঘটনা আমার থানা অঞ্চলে হতে হবে। অন্য থানায় তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই থানা চাইলে আমরা সহযোগিতা করতে পারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক ভবনে বোমাবর্ষণে নিহত ৩৫, নিখোঁজ অর্ধশতাধিক

স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১০ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

ছাত্রশিবির সবসময় ঐক্যের পক্ষে থাকবে : শিবির সভাপতি

মিরপুরে ছাত্রলীগের তিন নেতাকে চিনতে পেরে বেধড়ক পিটুনি

বৃথা গেল মার্তিনেজের লড়াই, পিএসজির কাছে ভিলার হার

‘সুযোগ পেলে বিনিয়োগবান্ধব অর্থনীতি উপহার দেবে জামায়াত’

ডর্টমুন্ডকে উড়িয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে বার্সা

১০

সাভারে গুলি ছুড়ে ট্রলার ছিনতাই

১১

রাজধানীতে গণপিটুনিতে নিহত ২

১২

নতুন শুল্ক স্থগিতের সিদ্ধান্তে ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

১৩

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ট্রাম্প

১৪

মেক্সিকোর স্বনামধন‍্য ম্যাগাজিনের কভারে জায়গা পেল বাংলাদেশের জুলাই আন্দোলন

১৫

চীন ছাড়া সব দেশের ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

১৬

‘ধর্মনিরপেক্ষতা-বহুত্ববাদ’র সঙ্গে একমত নয় বিএনপি’

১৭

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ১৪ বাংলাদেশি

১৮

ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে রাজধানীতে প্রকৌশলীদের মানববন্ধন

১৯

কয়রায় ব্যক্তি স্বার্থে এনসিপিকে বিতর্কিত করার মিশনে একটি সিন্ডিকেট

২০
X