সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিনের নিয়োগ বাতিল করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (সলিসিটর উইং) উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহ্রুফ হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। তার জায়গায় নতুন পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপিরসহ সভাপতি অ্যাডভোকেট মো. আশিক উদ্দিন।
জানা যায়, গত ১৬ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সিলেটের বিভিন্ন আদালতে ১০৩ জন পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ দেয়। এর মধ্যে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা এটিএম ফয়েজ উদ্দিনকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি হিসেবে মনোনীত করা হয়েছিল। একইদিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হিসেবে নিয়োগ পান অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব।
তবে নিয়োগের পর থেকেই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই দুজনের অপসারণের দাবি করে আসছিল। ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অ্যাডভোকেট ফয়েজ একজন বিতর্কিত ব্যক্তি। তিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছেন এবং তার অতীত কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। আইনজীবীদের এক পক্ষ গত কয়েক সপ্তাহ ধরে ফয়েজের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ চালিয়ে আসছিলেন।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরের জামান চৌধুরী নিশ্চিত জানান, বৃহস্পতিবার এ টি এম ফয়েজের পিপি পদের নিয়োগ বাতিল করা হয়েছে এবং অ্যাডভোকেট মো. আশিক উদ্দিন নতুন পিপি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন