সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ঐকবদ্ধ করার লক্ষ্যে সাংগঠনিক কর্মী সভা করেছে বরগুনা জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল। এর আগে ২০০৯ সালে শেষ সমাবেশ করে সংগঠনটি।
রোববার (৩ নভেম্বর) বিকেল তিনটায় বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা জেলা শ্রমিকদলের সভাপতি নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. রুহুল আমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহঅর্থ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
কর্মী সভায় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে হত্যার পরে আওয়ামী লীগ মনে করেছিল বিএনপি শেষ হয়ে গিয়েছে। এই ১৭ বছরে হাসিনা বিনপিকে শেষ করার অনেক চেষ্টা করেছে। কিন্তু বিএনপি এমনি একটি দল যে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়ায় লাখ কোটি কর্মী আছে। বিএনপিকে শেষ করা এত সহজ না।
এ সময় তিনি কর্মীদের প্রতি আহ্বান করে বলেন, এখনো ষড়যন্ত্র চলছে, আমাদেরকে সজাগ থাকতে হবে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। তাই আপনাদের সকলকে তার নির্দেশনা অনুযায়ী চলতে হবে।
মন্তব্য করুন