বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, গত ১৫/১৬ বছর ধরে আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ তৈরি করেছিল তার মুখ্য দালাল ছিল জাতীয় পার্টি। সুতারাং জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে থাকবে কিনা এ বিচার জনগণের আদালতে হওয়া উচিত।
রোববার (৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনায় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছাত্রদল দেশের মানুষের জন্য সবসময় কাজ করে যাবে। ৫ আগস্টের পর বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে এবং সাধারণ মানুষের মধ্যে একটি ইতিবাচক রাজনীতির আলাপ-আলোচনা চলছে। সেই ইতিবাচক রাজনীতির ব্যাপারে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমাদের সাংগাঠনিক অভিভাবক আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেটা সারাদেশে সবার মাঝে আমরা পৌঁছে দিচ্ছি।
তিনি আরও বলেন, অতীতে ছাত্রলীগের যে খুনের রাজনীতি ছিল সেটা সাধারণ ছাত্র-ছাত্রীরা শিক্ষাঙ্গনগুলোতে আর দেখতে চায় না। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনগতভাবে সব মামলাগুলো মোকাবিলা করে যৌক্তিক সময়ের মধ্যে দেশে ফিরবেন। ছাত্রলীগের রাজনীতি যে নিষিদ্ধ হয়েছে সেটিকে আমরা স্বাগত জানাচ্ছি। এখন এ অন্তবর্তী সরকারের প্রতি আমরা আহ্বান জানাব- একটি সুবিধাজনক স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে। একটি জনবান্ধব সরকার দেশে আসলে জন আকাঙ্ক্ষা পূরণ হবে।
নাছির বলেন, ৫ আগস্টের পর দেশে জ্বালাও-পোড়াও হয়েছে। তার বিরুদ্ধে আমাদের দলের পক্ষ থেকে জিরো টলারেন্স পলিসি আছে। দলের কোনো নেতাকর্মী যদি সাংগাঠনিক সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলন সংগ্রাম করে দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে চায়।
মন্তব্য করুন