গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে রেলপথ আটকে ছাত্রদলের বিক্ষোভ

রাজবাড়ীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
রাজবাড়ীতে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবিতে ট্রেন আটকে রেলপথে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (৩ নভেম্বর) সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ও ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন রাজবাড়ী রেলস্টেশনে আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এ সময় বিক্ষোভ মিছিল নিয়ে পুরো রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।

‘মধুমতী এক্সপ্রেস’ ৩৫ মিনিট ও ‘সুন্দরবন এক্সপ্রেস’ ২০ মিনিট আটকে রাখার পর বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে বেলা ১২টায় ট্রেন দুটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিক্ষোভকারীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ও বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেন দুটি আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে এমন খবর জানতে পারেন তারা। ট্রেনের রুট পরিবর্তন হলে রাজবাড়ীসহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। ফলে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল ও রাজবাড়ী স্টেশন হয়ে চলাচলের দাবি তাদের।

এ সময় বিক্ষোভকারীরা বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন বন্ধ না করে এ রুটে আরও নতুন ট্রেন দেওয়ার দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনমাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্তের কোনো নির্দেশনা আমাদের কাছে এখনও আসেনি। রেল মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আমাদের এখনও পর্যন্ত লিখিত বা মৌখিক কোনো কিছু জানানো হয়নি।’

তিনি বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘মধুমতী এক্সপ্রেস’ ট্রেনটি রাজবাড়ী স্টেশনে সকাল ১১টা ১০ মিনিটে পৌঁছায়। ১৫ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১১টা ২৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বিক্ষোভকারীরা ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করার কারণে ৩৫ মিনিট দেরিতে বেলা ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি রাজবাড়ী স্টেশনে সকাল ১১টা ১০ মিনিটে পৌঁছায়। ১০ মিনিট যাত্রাবিরতি দিয়ে ট্রেনটি ১১টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে বিক্ষোভকারীরা ট্রেনটি আটকে রেখে বিক্ষোভ করার কারণে ২০ মিনিট দেরিতে বেলা ১২টার দিকে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ী ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামে দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীসহ আশপাশের কয়েক জেলার মানুষের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জে সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

রাবি ছাত্রলীগের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাকরিচ্যুত করা হলো ৬০০ পুলিশ কর্মকর্তাকে

টিভিতে আজ দেখা যাবে যেসব খেলা

ম্যানেজার নেবে বিকাশ, থাকছে না বয়সসীমা 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

ট্রাম্প জিতলে জেলেনস্কির কী হবে

নারী ও শিশুদের সুরক্ষায় / পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহ্বান

মহাসম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দীতে আলেম-ওলামারা  

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, সিদ্ধান্ত আজ

১০

কিশোরগঞ্জে আ.লীগ নেতা বদর উদ্দিন গ্রেপ্তার

১১

আমেরিকার নির্বাচনে মুসলিমরা কাকে ভোট দেবেন?

১২

আজকের দিনটি কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১৩

ববি সংলগ্ন মহাসড়কে ফের বাসচাপায় জামায়াত নেতা নিহত

১৪

চোগলখুরির ভয়াবহ শাস্তি নিয়ে যা বলছে ইসলাম

১৫

শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ নষ্ট করে দিয়েছে : এসএম জিলানী

১৬

০৫ নভেম্বর ইতিহাসের আজকের এই দিনে যা ঘটেছিল

১৭

ঢাকা আহ্ছানিয়া মিশনে চাকরির সুযোগ

১৮

মঙ্গলবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দেশের নারী ও তরুণদের ক্ষমতায়নে ‘গতিতেই সুস্বাস্থ্য’ ক্যাম্পেইন চালু

২০
X