রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা বিএনপি আগেই করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২ নভেম্বর) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য সংস্কার কমিটি গঠন করা হয়েছে। কিন্তু ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফা আগেই ঘোষণা করেছে। আপনারা এখন যা চিন্তা করছেন, বিএনপি তা আরও আগে পরিকল্পনা করে বসেছে।
তিনি বলেন, বিএনপি সব সময় সংস্কার চায়। বিএনপি একটি আধুনিক ও গণতন্ত্রমনা রাজনৈতিক দল। মানুষের আকাঙ্ক্ষাকে একত্রিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক দল। সেই লক্ষ্যকে সামনে রেখে বিএনপি সংস্কারের জন্য কাজ করছে। আজকে অন্তবর্তীকালীন সরকার সেই লাইনেই হাঁটছে।
এ সময় বিএনপির নেতা কর্মীদের সর্তক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, পলাতক নব্য স্বৈরাচার হায়না হাসিনার দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি পেলেও হাসিনার রেখে যাওয়া চক্রটি এখনও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে তৎপর রয়েছে। দেশ বিরোধী সব অপতৎপরতা মোকাবেলার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
সম্মেলনে পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আজাদ, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম শান্ত, সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন