রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদক কারবারিদের হামলায় পোশাক ব্যবসায়ী নিহত

নিহত স্বপন আহমেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা
নিহত স্বপন আহমেদের মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্বশত্রুতার জেরে মাদক ব্যবসায়ীদের হামলায় স্বপন আহমেদ নামের এক পোশাক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুর (বাল্লক) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্বপন আহমেদ (৪০) ওই এলাকার মৃত সুলতান আহামেদের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গার্মেন্টসের বিভিন্ন ধরনের পোশাকের ব্যবসা করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান।

নিহত স্বপন আহমেদের ভাই আক্তার হোসেন জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কইখলা এলাকায় আমার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে অভিযুক্ত সালাউদ্দিনের মধ্যে পুরনো বিষয় নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের দিকে সালাউদ্দিন ও তার ভাই আবুল হোসেন, আনোয়ার হোসেন, উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, মো. রহমতুল্লাহ, রবিউল হাসান ও তার ভাই আনোয়ার হোসেনসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা চালাতে আসে। এ সময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও তার চাচাতো ভাই স্বপন আহমেদ লুকিয়ে গেলে হামলাকারীরা সেখানে গিয়ে তাদের কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। আর আহত মোফাজ্জলের অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। মোফাজ্জলের অবস্থা এখন আশঙ্কাজনক।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান কালবেলাকে বলেন, নিহত স্বপনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, উপজেলার রামচন্দ্রপুর বাল্লক এলাকায় প্রতিপক্ষের হামলায় স্বপন আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোফাজ্জল হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। আমি ঘটনাস্থলে আছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হবে : প্রিন্স

৯নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার আরও ৫

রাজধানীতে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী

ফিরে গেল জাইকা, অনিশ্চয়তায় র‌্যাপিড পাস সুবিধা

ব্যবসায়ী হত্যা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদক কারবারিদের হামলায় পোশাক ব্যবসায়ী নিহত

অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনা জানালেন তাসকিন

মানুষের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না : মুন্না

১০

তাওহীদি জনতার বাধায় পণ্ড মেহজাবীনকে দিয়ে শোরুম উদ্বোধন

১১

আন্দোলনে নিহত / সাব্বিরের পরিবারে হাসি ফোটালেন সাবেক এমপি কায়কোবাদ

১২

দুর্নীতি-দখলবাজমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ : নয়ন

১৩

এপ্রিলে বিয়ে, আগস্টে শহীদ হন ছাত্রদলের রাব্বি  

১৪

আওয়ামী অপশক্তির অপতৎপরতা নস্যাতে জাতি প্রস্তুত : এহসানুল হুদা

১৫

চকরিয়ায় বনভূমি রক্ষায় জনসচেতনতামূলক মাইকিং

১৬

হাতি ও গাধা কীভাবে আমেরিকার নির্বাচনী প্রতীক হলো

১৭

নিউক্যাসলের কাছে হারে আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা

১৮

আ স ম রবকে সহযোগিতার চিঠি, স্থানীয় বিএনপিতে ‘ভয়’

১৯

নতুন আঙ্গিকে বাকশাল করেছিলেন শেখ হাসিনা : রিজভী 

২০
X