বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে তাদের দেশ মনে করে না। তাদের মাতৃভূমি হচ্ছে ভারত। ’৭৫-এ তারা দেশ ছেড়ে পালিয়েছিলেন। এবারও তারা দেশ ছেড়ে ভারত পালিয়েছেন। বিএনপি নেতাকর্মীরা ঝড়-বৃষ্টি, হামলা-মামলা উপেক্ষা করে এ দেশেই রয়েছেন।
শনিবার (২ নভেম্বর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নে লালপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থান জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি বিএনপির কর্মী ছিলাম বলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাকে হত্যা মামলা দেয়। আমার গাড়ি ভাঙচুর করা হয়। বাড়িতে আসতে দেয়নি। কারাগারে আমাকে নির্মম অত্যাচার করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফির সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম সরকার, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, নিউমার্কেট থানা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান সরদার, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশেক মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া, ষাটনল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এসএম রোবেল, জেলা যুবদলের শ্রমিকবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন, নাঈমুর রহমান শাহিন, পৌর কৃষক দলের সভাপতি জাকির হোসেন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি তমিজ উদ্দিন, সাবেক ছাত্রনেতা শিহাব, সৈকত, রাজিব, ওয়াশিম, হাসান, ইকবাল, আনিছ বেপারি, আরিফ লস্কর, সাইফুল বেপারি প্রমুখ।
মন্তব্য করুন