বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের নায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব বলেছেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগরি। অথচ তারাই আজ এ দেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার। শিক্ষকদের জীবনমানের উন্নয়ন না করে শিক্ষাব্যবস্থার উন্নয়ন তথা এ জাতির উন্নয়ন সম্ভব নয়।
শনিবার (২ নভেম্বর) সকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুরে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং সহকারী প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এ দেশের শিক্ষকদের দিয়ে শিক্ষার মানোন্নয়ন না করে রাতের আঁধারে ভোট কারচুপি করিয়ে ক্ষমতায় থেকেছে। শুধু আওয়ামী লীগ সরকারের কারণে শিক্ষকরা আজ সমাজে যথাযথ সম্মান পান না। আমরা চাই পরিবর্তনের মাধ্যমে শিক্ষকদের এ কলঙ্ক দূর করতে।
শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবান আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সাবেক সদস্য সচিব আজমল হক সুজন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী বোর্ডের সহকারী পরিদর্শক আজমত আলী, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, উপাধ্যক্ষ ইসমাঈল হোসেন, পাকশী রেলওয়ে ডিগ্রি কলজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
এ সময় অবসরকালীন ভাতা উত্তোলনের জটিলতা ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠনসহ বিভিন্ন জটিলতা নিরসনের অনুরোধ জানিয়ে শিক্ষকরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়ন করা জরুরি। শিক্ষকদের সুযোগ-সুবিধার উন্নয়ন করতে পারলেই শিক্ষার মান উন্নয়ন হবে। একজন আদর্শবান নেতাই পারে একটা জাতিকে আলোর পথে নিতে। তাই আগামীতে একজন আদর্শবান নেতার হাতে ঈশ্বরদীর শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন