মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৮:৫৯ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ফেরি ঘাট ও সড়কে থমকে আছে বিভিন্ন যানবাহন। ছবি : কালবেলা
ফেরি ঘাট ও সড়কে থমকে আছে বিভিন্ন যানবাহন। ছবি : কালবেলা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত ১০টা থেকে নাব্য সংকটের কারণে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

শনিবার (২ নভেম্বর) দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।

ফেরি চলাচল বন্ধ থাকায় আরিচা-কাজিরহাট পাড়ে অপেক্ষায় কয়েক শতাধিক যানবাহন। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালকসহ সহযোগীদের।

তবে আগামীকাল রোববার (৩ নভেম্বর) ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানায় কর্তৃপক্ষ। জানা গেছে, বিগত কয়েকদিন ধরে নাব্য সংকটে ওই নৌরুটের আরিচা ঘাটের অদূরে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিল। এমতাবস্থায় ৫ থেকে ৬টি যানবাহন নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখা হয়। কিন্তু নদীতে দ্রুত পানি হ্রাস অব্যাহত থাকায় চ্যানেলটি আরও সরু হয়ে পড়ে। পাঁচটি ড্রেজার মেশিন দিয়ে খনন কাজ করেও নাব্য ঠিক রাখা যাচ্ছে না। ডুবোচরে ধাক্কা খেয়ে ফেরি চলাচল করায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

এ কারণে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতেই অবশেষে শুক্রবার দিনগত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। নৌপথ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে।

আটকেপড়া ট্রাকচালক আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় আরিচা ঘাটে আসি, যাব নাটোর। তিনি আরও বলেন, ফেরিতে নদী পারাপারে একটু রেস্ট পাওয়া যায় এবং আরামদায়ক ও সহজে যাতায়াত করা যায় বলে আমরা এ রুটটি ব্যবহার করি। কিন্তু নৌপথে ফেরি চলাচল বন্ধ হওয়ায় তাদের অনেক কষ্ট হবে বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির আরিচাঘাটের ম্যানেজার আবু আব্দুল্লাহ বলেন, নাব্য সংকটের শুরু থেকেই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ড্রেজিং কাজও চলমান রয়েছে। এরপরও বিগত কয়েকদিন ধরে ফেরি ডুবোচরে ধাক্কা খেয়ে চলাচল করছিল, যা অনেকটা ঝুঁকিপূর্ণ বিধায় রাত ১০টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি ধারণা করছেন রোববার ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নাব্য সংকট কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ

মাদক কারবারিদের হামলায় পোশাক ব্যবসায়ী নিহত

অধিনায়কত্ব নিয়ে নিজের ভাবনা জানালেন তাসকিন

মানুষের সঙ্গে কোনো অন্যায় করা যাবে না : মুন্না

তাওহীদি জনতার বাধায় পণ্ড মেহজাবীনকে দিয়ে শোরুম উদ্বোধন

আন্দোলনে নিহত / সাব্বিরের পরিবারে হাসি ফোটালেন সাবেক এমপি কায়কোবাদ

দুর্নীতি-দখলবাজমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ : নয়ন

এপ্রিলে বিয়ে, আগস্টে শহীদ হন ছাত্রদলের রাব্বি  

আওয়ামী অপশক্তির অপতৎপরতা নস্যাতে জাতি প্রস্তুত : এহসানুল হুদা

চকরিয়ায় বনভূমি রক্ষায় জনসচেতনতামূলক মাইকিং

১০

হাতি ও গাধা কীভাবে আমেরিকার নির্বাচনী প্রতীক হলো

১১

নিউক্যাসলের কাছে হারে আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা

১২

আ স ম রবকে সহযোগিতার চিঠি, স্থানীয় বিএনপিতে ‘ভয়’

১৩

নতুন আঙ্গিকে বাকশাল করেছিলেন শেখ হাসিনা : রিজভী 

১৪

এবার যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে হুমকি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৫

আওয়ামী লীগের মাতৃভূমি হচ্ছে ভারত : আতাউর রহমান ঢালী

১৬

সংবাদ বিজ্ঞপ্তি / স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করে বরাদ্দ বাড়ানো দরকার : ডা. তাহের

১৭

এবার শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ

১৮

‘শিক্ষকদের জীবনমানের উন্নয়ন না করে জাতির উন্নয়ন সম্ভব নয়’

১৯

ভাইরাসঘটিত রোগ প্রতিরোধে খাবারের ভূমিকা

২০
X