সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতা তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ অন্য নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সংখ্যালঘু সংগঠনগুলোর ঐক্য মোর্চার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
শনিবার (২ নভেম্বর) বিকেল ৪টায় শহরের হুজরাপুরের শিবকালি মন্দিরের সামনে থেকে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গণসমাবেশ করে।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক দিলীপ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস মহারাজ্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক পলাশ দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সভাপতি অর্জুন বাবু, সম্পাদক সঞ্জিব সাহা ও সদস্য কৌশিক দাস প্রমুখ।
এ সময় বক্তারা ধর্মীয় সংখ্যালঘুদের আট দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্তসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
তারা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন হয়েছে। পূজামণ্ডপে হামলা ও ভাঙচুর হয়েছে। আমাদের নেতাদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এমনকি কালীপূজার রাতেও আমাদের ধরে থানায় আটকে রাখা হয়েছে।
এতে বোঝা যাচ্ছে, এ দেশে আমাদের থাকার অধিকার থাকবে না। কিন্তু আমরা এ দেশেই জন্ম নিয়েছি। দেশের স্বাধীনতাযুদ্ধে আমরাও অংশ নিয়েছি। আমরা এ স্বাধীন দেশেই থাকতে চাই। দেশ ছেড়ে কোথাও যেতে চাই না। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি।
মন্তব্য করুন