রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের দিন চলেই বন্ধ ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’

ট্রেন। পুরোনো ছবি
ট্রেন। পুরোনো ছবি

অন্তর্বর্তী সরকার কৃষিপণ্যের দাম কমাতে নিয়েছেন নানান উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে চাঁদাবাজি এড়িয়ে কম খরচে দেশের বিভিন্ন প্রান্তে কৃষিপণ্য পৌঁছে দিতে চালু করেছিল কৃষিপণ্য স্পেশাল ট্রেন। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া এই ট্রেনটি শুধু উদ্বোধনের দিন চলেই বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে ট্রেনটি গত ২৬ অক্টোবর উদ্বোধন করা হয়েছিল। তবে উদ্বোধনের প্রথম দিনই কৃষিপণ্য ছাড়াই চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। ট্রেনটি মঙ্গলবার খুলনা থেকে ঢাকা, বৃহস্পতিবার পঞ্চগড় থেকে ঢাকা ও শনিবার রহনপুর থেকে রাজশাহী হয়ে ঢাকায় চলাচল করার কথা ছিল। কিন্তু এক সপ্তাহের মাথায় বন্ধ হয়ে গেল ট্রেনটি।

রেল বিভাগ সূত্রে জানা গেছে, গত শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে এই বিশেষ ট্রেন। সোয়া ১১টায় রাজশাহী রেলস্টেশনে পৌঁছায়। রহনপুর থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত পাঁচটি স্টেশনে সবজি নেওয়ার জন্য থামলেও কোনো সবজি বা কৃষিপণ্য না পাওয়ায় বিশেষ ট্রেন খালি যায়।

পাকশী রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নুরুল আলম বলেন, প্রতিদিন ১২০ টন পণ্য আনা-নেওয়ার সুবিধা ছিল এই ট্রেনে। প্রতিকেজি সবজি ও কৃষিপণ্য বহনে রহনপুর থেকে পড়বে ১ টাকা ৩০ পয়সা ও রাজশাহী থেকে সর্বোচ্চ ১ টাকা ১৮ পয়সা। প্রতি শনিবার চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী হয়ে ১৪টি স্টেশন থেকে পণ্য নিয়ে ঢাকায় পৌঁছানোর সিদ্ধান্ত ছিল ট্রেনটি। তবে প্রথম দিনে কৃষিপণ্য না গেলেও ১৫০ কেজি ডিমের খাঁচি পরিবহন করা হয়েছে।

তিনি আরও বলেন, ব্যাপক প্রচারণা চালালেও ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আশানুরূপ সাড়া মেলেনি। যদিও কৃষকরা বলছেন, বিশেষ এই ট্রেনের খবর তারা জানেন না। তবে রাজশাহীর ব্যবসায়ী নেতারা জানিয়েছিলেন, তারা ট্রেনটি চালুর বিষয়ে তেমন কিছুই জানেন না।

রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস বলেন, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নয়। তাই ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর প্রথম যাত্রায় ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে কোনো কৃষিপণ্য পায়নি। খালি অবস্থায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এতে প্রথম দিনই রেলওয়ে কর্তৃপক্ষের ৮ লাখ ৯৬ হাজার ৭২ টাকা লোকসান হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র নিয়ে ঘুরছিলেন আ.লীগ নেতা, অতঃপর...

বিএনপি নেতা জাহাঙ্গীরের বহিষ্কারাদেশ প্রত্যাহার

বইয়ের ভবিষ্যৎ মানুষের ভবিষ্যতের মতোই ঝুঁকিপূর্ণ : সিরাজুল ইসলাম

আলেমরা ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত : রফিকুল ইসলাম খাঁন

পিছিয়ে যাচ্ছে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

ওয়ালটন গ্রুপে চাকরির সুযোগ, পাবেন লাভ শেয়ার

এমবিবিএস ডিগ্রি না নিয়ে ‘ডাক্তার’ পদবি ব্যবহার আইন কার্যকরের দাবি 

‘পাচার হওয়া টাকার সঠিক পরিমাণ বের করা সম্ভব না’

স্ত্রীকে নিয়ে বিদেশে ঘুরতে যাওয়ার কারণ জানালেন তৌসিফ 

সিলেটে শাওন হত্যাকাণ্ড, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১০

ইরাবের নতুন সভাপতি ফারুক, সম্পাদক সালমান

১১

কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার

১২

প্রধান উপদেষ্টার কাছে কী চাইলেন সাবিনারা?

১৩

ভিলেন ইস্যুতে যা বললেন ওমর সানী 

১৪

কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জানাল জ্যোতিষী

১৫

ড. ইউনূসকে জার্সি উপহার দিল নারী দল

১৬

নরসিংদীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই  

১৭

স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন যাত্রীর স্বজনরা

১৮

জাপানে ভারি বৃষ্টি, ২ লাখ মানুষকে সরে যাওয়ার আহ্বান

১৯

ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০
X