বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের টুইট আধিপত্যবাদী এবং পতিত ফ্যাসিবাদী শক্তির দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী ভূবনকূড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারে সম্প্রতি পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবিশস্যের বীজ বিতরণকালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ট্রাম্পের টুইটের সমালোচনা করে এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশে সকল ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট আছে। এবারের দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের জনগণ স্বাধীনভাবে পূজা উদযাপন করেছেন। আওয়ামী লীগ আমলে ২০১৯ সালের ১৭ জুলাই ওয়াশিংটনে হোয়াইট হাউসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেত্রী প্রিয়া সাহা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের কথা আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করলেও সে সময়ে তিনি টু শব্দটি উচ্চারণ না করলেও এখন আমেরিকার নির্বাচনের আগমুহূর্তে আওয়ামী লীগের উসকানিতে সংখ্যালঘু নির্যাতনের কল্প কাহিনী প্রচার করে নির্বাচনী বৈতরণী পার হতে চান।
তিনি বলেন, হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয় নস্যাতের যে কোনো ষড়যন্ত্র প্রয়োজনে রক্ত দিয়ে হলেও প্রতিহত করা হবে। আওয়ামী লীগ দুর্নীতি, লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে গেছে। তারপরও সরকারকে বলব, অন্য প্রকল্প থেকে অর্থ কাটছাঁট করে হলেও সেই অর্থ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে ব্যয় করুন।
প্রিন্স বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলসহ প্রতিটি এলাকায় প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবার সহায়তা পাবে। পল্লী রেশনিং চালু করবে এবং প্রত্যেক নাগরিকের জন্য র্নির্দিষ্ট চিকিৎসক, ফ্রি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করবে। হালুয়াঘাট, ধোবাউড়ার দুঃখ, এই এলাকায় কল কারখানা নাই। কর্মসংস্থানের সুযোগ নাই। ইনশাআল্লাহ জনগণের ভোটে বিএনপি সরকারে ফিরলে হালুয়াঘাট ,ধোবাউড়ায় কর্মসংস্থানের লক্ষ্যে কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাফিজ উদ্দিন, আবদুল মান্নান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, রমজান আলী জহির, তাজুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মির্জা সারোয়ার হোসেন তায়েব, অন্তর আকন্দ, রাইসুল ইসলাম রাফিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি, তাজবীর হোসেন অন্তর, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা রমজান আলী জহির, জাকির হোসেন, রুহুল আমিন, আবদুল আজিজ, শাহীন, দুলাল মিয়া, যুবদল নেতা মোতালেব হোসেন প্রমুখ।
মন্তব্য করুন