কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আগামীকাল মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ছবি : কালবেলা
২২ দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। ছবি : কালবেলা

আগামীকাল মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগর ও নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। শেষ সময়ে সাগর যাত্রার প্রস্তুতিতে যেন দম ফেলার ফুসরত নেই জেলেদের। জেলেসহ মৎস্যসংশ্লিষ্টরা এখন মাছ ধরার স্বপ্নে বিভোর। জেলেদের আশা, এবার তাদের জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ।

জানা গেছে, প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমার শেষের দিকে (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর) গভীর সমুদ্র থেকে নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ। ইলিশের বাধাহীন প্রজননের জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এ সময় নদী ও সাগরের মাছ শিকার, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।

জেলেরা জানান, সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রোববার (৩ নভেম্বর) রাত ১২টায়। ট্রলার মেরামত, নতুন জাল তৈরি ও পুরনো জাল সেলাইসহ সমুদ্রে মাছ ধরার সব প্রস্তুতি শেষ করে অপেক্ষায় আছেন উপকূলের জেলেরা। সাগরে ৮-১০ দিন অবস্থান করার মতো খাবারও প্রস্তুত করা হয়েছে।

মৎস্য বন্দর আলীপুরের জেলে সোবহান বলেন, সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা আমরা পালন করেছি। আমরা এরই মধ্যে ইলিশ মাছ ধরার সব প্রস্তুতি শেষ করেছি। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় অপেক্ষায় আছি। আবহাওয়া অনুকূলে থাকলে ৪ নভেম্বর সকালে সমুদ্রে যাব। এ বছর ইলিশের ভরা মৌসুমে আশা অনুযায়ী ইলিশ মাছ না পেয়ে উপকূলের জেলেরা দেনাগ্রস্ত হয়ে পড়েছেন। তারপরও সরকারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে মাছ শিকার থেকে বিরত ছিলেন তারা। অবরোধ শেষে সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লে দেনা পরিশোধ করতে পারব।

ফিশিং ট্রলার মাঝি সমবায় সমিতির সভাপতি মো. মন্নাফ মাঝি বলেন, দেশের জেলেরা সরকারি নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করেছেন। আমাদের প্রশাসন ভারতীয় জেলেদের আটক করেছেন। এমন আইন সফল করতে দেশের জলসীমানা শতভাগ সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নেবে সরকার এমনটাই আশা করছি।

মহিপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি মো. ফজলু গাজী বলেন, যেহেতু নিষেধাজ্ঞার আগে মাছ ধরা পড়েনি, তাই আমরা আশা করছি এখন বড় সাইজের পর্যাপ্ত ইলিশের দেখা মিলবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, উপকূলের জেলেরা অনেক সচেতন হয়েছেন। আমরা দিন-রাত মা ইলিশ রক্ষায় কাজ করেছি। আশা করছি, আমরা এ বছর শতভাগ সফল হয়েছি। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গত পূর্ণিমা ও অমাবস্যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে মা ইলিশ দ্রুত ডিম ছেড়ে দেয়। রোববার রাত ১২টার পরই জেলেরা সাগরে নামবেন রুপালি ইলিশের সন্ধানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন / মেক্সিকোতে ২৪ ঘণ্টায় দুই সাংবাদিককে গুলি করে হত্যা

সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট নিয়ে যা বললেন বায়তুল মোকাররমের খতিব

সংবর্ধনা নিতে যমুনায় ঋতুপর্ণা-সাবিনারা

সার্বিয়ায় রেলস্টেশনের ছাউনি ধসে নিহত ১৪

আয়কর রিটার্ন জমায় রোববার থেকে বিশেষ ব্যবস্থা

এবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

কৃষিপণ্য স্পেশাল ট্রেন বন্ধ ঘোষণা

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা খবর কী

১০

চাঁবিপ্রবিতে উপাচার্য নিয়োগের সময় বেঁধে দিলেন শিক্ষার্থীরা

১১

ইনজুরি থেকে ফিরলেও ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের

১২

জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধের ঘোষণা

১৩

আগামীকাল মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

১৪

তিন দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন সোহেল তাজ

১৫

আমি জেন-জিকে সত্যি ভালোবাসি, বললেন কমলা হ্যারিস

১৬

বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যে কী বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১৭

শেখ হাসিনার পরিণতি থেকে শিক্ষা নিন : মান্না

১৮

২ নভেম্বর: আজকের নামাজের সময়সূচি

১৯

এবারের নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে : নাসির উদ্দিন

২০
X