চট্টগ্রামের আনোয়ারায় কাঁকড়া ধরতে গিয়ে নদীতে পড়ে মো. ছাদেক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে শঙ্খ নদীতে এ ঘটনা ঘটে।
ছাদেক রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। বাবার মৃত্যুর পর সে মায়ের সঙ্গে নানার বাড়ি দর্জিয়ার বাড়িতে থাকত। পরিবারে তার মা ছাড়াও এক বোন ও স্ত্রী রয়েছেন। পেশায় সে দিনমজুর।
নিহত ছাদেকের খালাত ভাই এ কে খান বলেন, শুক্রবার দুপুরে ছাদেকসহ কয়েকজন শঙ্খ নদীতে নৌকা নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে যায়। এ সময় সে কাঁকড়া ধরার ফাঁদের সঙ্গে বড়শি আটকাতে যায়। একপর্যায়ে ফাঁদের সঙ্গে আটকে নদীতে পড়ে যান। পরে স্বজনেরা দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। এখন পরিবারে তার মা, বোন ও স্ত্রী ছাড়া আর কেউ নেই।
রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ সৈয়দ নূর বলেন, ছাদেক দিনমজুরের কাজ করে। শুক্রবার বিকেলে নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে ছাদেক অসাবধানতাবশত কাঁকড়া ধরার ফাঁদের বড়শিতে আটকে নৌকা থেকে নদীতে পড়ে যায়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য করুন