সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলায় বিএনপির ৪ নেতা আহত

আহত বিএনপি নেতাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : সংগৃহীত
আহত বিএনপি নেতাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেনসহ চারজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আহতদের স্থানীয় প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) আদমজী নগর কদমতলীতে থানা বিএনপি আয়োজিত জনসভা শেষ করে বাসায় ফেরার পথে সন্ধ্যা ৭টায় রসুলবাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন- নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন, একই ওয়ার্ডের শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক মনা হোসেন ও বিএনপির কর্মী মো. হানিফ।

এ বিষয়ে আহত আল-আমিন জানান, জনসভা শেষ করে শিমরাইল মোড় থেকে আমরা রিকশাযোগে সানারপাড় বাঘমারা বাসায় যাচ্ছিলাম। আমাদের বহনকারী রিকশা নাসিক ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ জালাল বাদলের বাড়ি পার হয়ে রসুলবাগ পৌঁছায়। এ সময় কুদ্দুছ মোল্লার ছেলে স্বপন মোল্লার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর অতর্কিত হামলা করে। তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

প্রত্যক্ষদর্শী নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সহপ্রচার সম্পাদক সাহেদ ইসলাম বলেন, ঘটনাস্থলে অন্ধকার থাকায় কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা হামলা করে। এ সময় থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের মাথায়, ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আল-আমিনের হাতে, শ্রমিক দলের নেতা মনা হোসেনের হাত ও রানে এবং হানিফের পিঠে আঘাত করে। এতে তারা রক্তাক্ত জখম হন। তাদের মধ্যে আকবরের অবস্থা গুরুতর।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বপন মোল্লা আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দিচ্ছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহতের ঘটনায় করা কয়েকটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হামলার নিন্দা জানিয়ে বলেন, এ হামলার সঙ্গে যারা জড়িত, তারা স্বৈরাচারী শেখ হাসিনার দোসর। তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন কালবেলাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। কারা হামলা করেছে, তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুমেক হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এনডিএফের ১২ দফা দাবি

পদ্মা সেতু হয়ে ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেনের যাত্রা শুরু

১৬ বছরের জেদ, বিএনপি ক্ষমতায় আসলে চুল কাটবেন সাবু

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নামল ৯ ডিগ্রির ঘরে

পরিচয় মিলল বোতাম কারখানায় বিস্ফোরণে নিহত সেই ৩ জনের

বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

ট্রিপ শেষ করেই অবসরে যাওয়ার কথা ছিল কিবরিয়ার

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির শঙ্কা, বাড়বে শীত

চাকরি দিচ্ছে এসিআই, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন

ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১০

২৪ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

১১

ইতিহাসের এই দিনে যত স্মরণীয় ঘটনা

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

১৪

নানা আয়োজনে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা সায়েক এম রহমান

১৫

সংস্কারের নামে সময়ক্ষেপণ জনগণ মানবে না : লায়ন ফারুক

১৬

চাঁদপুরের জাহাজে হতাহতদের তিনজনের বাড়ি ফরিদপুরে

১৭

বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশনে রয়েছেন যারা

১৮

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে গ্রহনযোগ্য নির্বাচন প্রয়োজন : অধ্যক্ষ ইউনুছ

১৯

ঢাকায় আসবেন ইলন মাস্ক!

২০
X