হবিগঞ্জের মাধবপুরে আজিজুর রহমান নামের একজনের বিরুদ্ধে সরকারি খতিয়ানভুক্ত রাস্তা দখল করার অভিযোগ পাওয়া গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় প্রায় ২২টি পরিবারের লোকজন। এদিকে এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা।
মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউপির সাকুচাইল গ্রামের হাজি বাড়িতে এ ঘটনা ঘটেছে।
সূত্র জানায়, স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান সাক্ষর ও তার ছেলে শিমুল মিয়া গং মালিকানা জোর ও আদালতের তথাকথিত রায় দেখিয়ে দীর্ঘদিনের ব্যবহৃত পুরোনো ৬০০ ফুটের ১নং খাস খতিয়ানের রেকর্ডের রাস্তা দখল করেছেন। পরে গাছ লাগিয়ে ও বেড়া দিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করেন। ওই রাস্তা দিয়ে সামান্য হাঁটার রাস্তা দিলেও স্বাভাবিক চলাফেরায় চরম ভোগান্তিতে পড়েছেন পাড়ার শতাধিক লোক।
এ বিষয়ে অভিযুক্ত আজিজুর রহমান কালবেলাকে বলেন, ওই রাস্তা মালিকানা আমাদের পূর্বপুরুষের। রেকর্ড সংশোধনের জন্য আমরা মামলা করেছি। সে জন্য তারা এই রাস্তা ব্যবহার করার অধিকার রাখে না।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল খায়ের কালবেলাকে জানান, রাস্তার দখলকারীরা অত্যন্ত উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক। বারবার বলা সত্ত্বেও তারা সরকারি রাস্তার দখল ছাড়ছে না।
ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন কাশির কালবেলাকে বলেন, দীর্ঘদিনের পুরোনো সরকারি রাস্তা দখল করে রাখা সম্পূর্ণ বেআইনি। আমি শিগগিরই আইনশৃঙ্খলা মিটিংয়ে এ নিয়ে জোরালো বক্তব্য দেব।
যোগাযোগ করা হলে মাধবপুর ভূমি অফিসের তহশীলদার সোহেল মিয়া কালবেলাকে বলেন, কোনো অজুহাতেই রেকর্ডের রাস্তা দখল করা যাবে না। নির্দেশনা পেলে আমরা দ্রুত এটি উদ্ধার করার ব্যবস্থা নেব।
মন্তব্য করুন