জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১১:৫০ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

থানা থেকে নারী আসামি পালানোয় তিন পুলিশ প্রত্যাহার

মাদকসহ আটককৃত দুজন। ছবি : কালবেলা
মাদকসহ আটককৃত দুজন। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে মাদক মামলার মনোয়ারা খাতুন (৩০) নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে থানা থেকে তিনি পালিয়ে যান। পালিয়ে যাওয়া আসামি মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

পরে শুক্রবার (১ নভেম্বর) ভোর ৪টার দিকে দীর্ঘ ২৩ ঘণ্টা অভিযান চালিয়ে ঝিনাইদহের গাংনা ইউনিয়ননের দূর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় দায়িত্বরত কর্মকর্তা এসআই পবিত্র মণ্ডল, কনস্টেবল সোলাইমান হোসেন ও মিতা খাতুনকে সাময়িক প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। এ ছাড়া চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি সুজুকি জিকজার মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করে মহেশপুর-৫৮ বিজিবি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। তাকে থানার নারী ও শিশু ডেস্কের রাখা হয়। সকালে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দৌড়ে থানা থেকে পালিয়ে যান মনোয়ারা।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, থানা থেকে আসামি পলায়নের পর আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন। শুক্রবার ভোর ৪টার দিকে আমিসহ ডিবি পুলিশের একটি টিম ঝিনাইদহের গাংনা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের তার আত্মীয় বাড়িতে অভিযান পরিচালনা তাকে গ্রেপ্তার করা হয়েছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, নারী আসামিদের নারী ও শিশু ডেস্কের রাখা হয়। ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা জানিয়ে থানা থেকে পালিয়ে যান মনোয়ারা। এ সময় ডিউটিরত অফিসার চা পান করতে গিয়েছিলেন।

তিনি জানান, গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি। আশা করছি, দ্রুতই গ্রেপ্তার করা হবে। তার বিরুদ্ধে থানায় বিজিবি পক্ষে মাদক মামলা রয়েছে। এর পাশাপাশি আমাদের পক্ষে একটি পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত ৪

১০ দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা

দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের,​ শীতে কাহিল কুড়িগ্রামের মানুষ

বায়ুদূষণে শীর্ষে হ্যানয়, ঢাকার পরিস্থিতি কী

গাজায় ২৪ ঘণ্টায় ৩৪ বিমান হামলা

ভূগর্ভের গভীরতম হোটেল ‘ডিপ স্লিপ’

পিরামিড তৈরির প্রায় এক হাজার বছর আগে নির্মিত হয় স্টোনহেঞ্জ

৭০ লাখ টাকার হাঁসের ডিম বিক্রি যে হাটে

টেসলাকে কি টেক্কা দেবে চীনের বিওয়াইডি?

১০

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা নামল ৮ ডিগ্রিতে

১১

০৩ জানুয়ারি : ইতিহাসের এই দিনে

১২

কুয়াশার চাদরে রাজধানী, বাড়ছে শীতের তীব্রতা

১৩

ছাত্রলীগ নেতাকে পুলিশে ধরিয়ে দিল ছাত্রদল

১৪

কেজিতে ১ টাকায় মিলছে মুলা ও ফুলকপি

১৫

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৭

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৮

বিদেশিদের ষড়যন্ত্র আমাদের রুখতে পারবে না : বাবুল

১৯

কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

২০
X