চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামে খান বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃতরা হলো- শিশু জুবায়েদ ও জুনায়েদ (৫)। তারা খান বাড়ির শরীফ খানের ছেলে। স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল। কোনো এক সময় তারা পুকুরে পড়ে যায়। ওই সময় তাদের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক যমজ দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল বলেন, যমজ দুই শিশু হাসপাতালে আনার অনেক আগেই মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হচ্ছে।
মন্তব্য করুন