অন্যায় দুর্নীতি হবে যেখানে প্রতিরোধ হবে সেখানে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ জেলা আমির আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে গ্রামে-গঞ্জে দুর্নীতির প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পল্টন ট্রাজেটি দিবস উপলক্ষে উপজেলা জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আনোয়ারুল বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত-শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিল। আমাদের নেতাকর্মীদের শুন্য করতে চেয়েছিল। সে দিন সারা দেশে অসংখ্য জামায়াত-শিবিরের নেতাকর্মীকে শহীদ করা হয়েছে। সেদিনই বাংলাদেশ তার পথ হারিয়েছে, ২০২৪ এ বাংলাদেশ তার পথের সন্ধান পেয়েছে মাত্র।
এ সময় বক্তব্য রাখেন, দিনাজপুর দক্ষিণ জেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, দিনাজপুর দক্ষিণ জেলার মজলিশে শূরা সদস্য ও বিরামপুর পৌরসভার আমির মো. সাখাওয়াত হোসেন, দিনাজপুর দক্ষিণের মজলিশে শূরা সদস্য ও বিরামপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আবুল বাশার, বিরামপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু হানিফ, বিরামপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ময়নুল ইসলাম, বিরামপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান, মুকুন্দপুর ইউনিয়ন জামায়াতের আমির বাবুল হোসেন, জেলা দক্ষিণের ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাইয়ুম আবীর প্রমুখ।
মন্তব্য করুন